178152

আরও একজন মোগলিকে পাওয়া গেল ভারতে (ভিডিও)

বনের মধ্যে একদল বানরের মধ্যে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে আট থেকে দশ বছরের একটি শিশু। এ যেন আরেক মোগলি। প্রথম দর্শনে বেশ অবাক হয় কাঠুরিয়ার দল। বানরের মতোই চার হাত-পায়ে ভর দিয়ে চলা মেয়েটিকে ধরতে যায় তারা, কিন্তু সবগুলো বানর একসাথে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই চেষ্টায় ব্যর্থ হয়ে কাঠুরিয়ার দল পুলিশকে খবর দেয়।

পুলিশ কর্মকর্তা দিনেশ ত্রিপাঠি বৃহস্পতিবার (৬ এপ্রিল) বার্তা সংস্থা এপিকে জানান এই খবর। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য মধ্যপ্রদেশে এমন এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, কাঠুরিয়ারা এসে বলে তারা একদল বানরের সাথে উলঙ্গ এক শিশুকে দেখেছে, সে খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। শিশুটিকে উদ্ধার করতে গেলে বানরেরা তাদের উপর আক্রমণ করে বসে।

ত্রিপাঠি জানান, পরে একজন পুলিশ কর্মকর্তা কাতারনিয়া ঘাট বন থেকে শিশুটিকে উদ্ধার করেন। তিনি শিশুটিকে ডাকতেই বানরের দল হামলে পড়ে কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন। পাঁজাকোলা করে নিয়ে দ্রুত গাড়িতে উঠে গতি বাড়িয়ে দেন, বানরগুলো আর তাকে ধরতে পারেনি।
ত্রিপাঠি বলেন, এই মেয়েটি কীভাবে বনে গেল, তার বাবা-মাই বা কে এসব খোঁজখবর নেয়া হচ্ছে। তার পরিচয় না পাওয়া পর্যন্ত একটি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হবে। ভারতের পুলিশ এখন শিশু হারানোর অভিযোগগুলো খতিয়ে দেখছে। শিশুটিকে উদ্ধার করা হয় গত জানুয়ারিতে। সেখান থেকে তাকে আনা হয়েছে উত্তরপ্রদেশের বাহরইচ হাসপাতালে।

ওই সরকারি হাসপাতালের সুপার ডি কে সিং জানান, মেয়েটি একদম পশুর মতো আচরণ করতো, হাত ও পায়ের উপর ভর দিয়ে দৌড়াতো, মেঝেতে মুখ লাগিয়ে খাবার খেত। মানুষ দেখলেই ভয় পেত, বানরের মতো চিৎকার করতো। এই তিন মাসে চিকিৎসার পর সে এখন হাঁটতে শিখেছে এবং খাবারও খায় হাত দিয়ে।

তবে এখনও কথা বলতে শেখেনি। যদিও কথা বললে বুঝতে পারে, এমনকি হাসেও- জানান ডাক্তার সিং।

https://youtu.be/H2kiToBV8bA

পাঠকের মতামত

Comments are closed.