178066

মহাকাশে প্রাণ পাওয়ার দাবি আরও জোরাল হল

মহাকাশে প্রাণের হদিশ মেলার সম্ভাবনা আরও জোরাল হল। আর সে সম্ভবনা রয়েছে এই সৌরমণ্ডলেই। শনির উপগ্রহ এনসেলাডাসে রয়েছে জল, কার্বন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের উপস্থিতি। হাইড্রোথার্মাল অ্যাকটিভিটিতে এই হাইড্রোজেনকে ব্যবহার করে তৈরি হতে পারে অনুজীব। এক্কেবারে প্রাণ তৈরির আদর্শ পরিবেশ। একই ভাবে বিরাট সাগরের সন্ধান মিলেছে বৃহস্পতির চাঁদ ইউরোপাতেও। জানাল নাসা।

অন্যদিকে, এবার আমাদের দেশকে মহাকাশ থেকে ঠিক কেমন লাগে, সেই ছবি প্রকাশ করল নাসা। সেটাও আবার রাতের ছবি। কবির কল্পনার থেকেও যেন বেশি সুন্দর বাস্তবের আমাদের দেশ। এবার আপনিও দেখে নিন মহাকাশ থেকে তোলা মহান ভারতের ছবি।

পাঠকের মতামত

Comments are closed.