177481

স্কুল বাসের চাপে আমিরাতের রাস্তা

সজল সরকার: দুই সপ্তাহ ছুটির পর স্কুল বাসের জটে আক্রান্ত হয়েছে আরব আমিরাতের রাস্তা। ৯ এপ্রিল আমিরাতের স্কুল খোলার পর ১০ লাখের বেশি শিশু স্কুলে যাওয়া শুরু করে। সকাল থেকে স্কুল বাসগুলো শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় ওঠার পর ব্যাপক যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে আমিরাত সরকার নানান ধরণের নতুন ব্যবস্থা নিলেও ৯ তারিখের সকালের যানজটের মাত্রা সবকিছু ছাড়িয়ে যায়। ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নত দেশ আমিরাতের সব নিয়মই বিফলে যায় স্কুলের বাসের চাপে।

সংযুক্ত আরব আমিরাতে শিক্ষাবর্ষ চলে অর্থবছর অনুযায়ী জুলাই থেকে জুন মাস পর্যন্ত। এপ্রিল থেকে শুরু হওয়া সেমিস্টার চলবে জুন মাস পর্যন্ত। আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় জুনে সেমিস্টার শেষ হলে আবার এ বছরের সেপ্টেম্বর মাস থেকে নতুন সেমিস্টারের যাত্রা শুরু হবে।

সূত্রঃ খালিজটাইমস

পাঠকের মতামত

Comments are closed.