177299

রায় দিয়ে বিশ্বরেকর্ড ভারতীয় বিচারপতির

নূসরাত জাহান নিশা: উপমহাদেশের আদালতগুলোতে ঝুলে থাকা মামলার পাহাড় নতুন কিছু নয়। কিন্ত এই ঝুলে থাকা নিয়ে বেজায় আপত্তি ভারতের মুজাফফরনগরের বিচারপতি তেজ বাহাদুর সিংয়ের। পারিবারিক আদালতের ওই বিচারপতি তাই গতবছর কাজ করেছেন দুই হাতে। ৩২৭ কার্যদিবসে তিনি সিদ্ধান্ত দিয়েছেন ৬০৬৫টি মামলার। আর এতেই বাহাদুরের নাম উঠে গেছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

বাহাদুরের এমন বাহাদুরির এখানেই শেষ নয়। তিনি এমন এক সময়ে এ রেকর্ড করেছেন যখন কিনা মুজাফফরনগরে চলছিল আইনজীবীদের ধর্মঘট। অবশ্য রেকর্ডের মোহ কাজ করেনি বাহাদুরের মধ্যে। তিনি কাজ করেছেন সমাজের কথা ভেবে। তার দেওয়া সিদ্ধান্তের কারণেই ভারতের ৯০৩টি দম্পতির মধ্যে মিটমাট হয়েছে।

সূত্র: জি নিউজ

পাঠকের মতামত

Comments are closed.