177384

‘বিভেদ সৃষ্টি করছেন ট্রাম্প’ ডনকে পাকিস্তানি শিক্ষাবিদ

সজল সরকার: মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালে যখন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তখন সেই স্বাধীনতা ঘোষণায় বলা হয়েছিল ‘সব মানুষই সমান, সুতরাং মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না।’ ইংরেজিতে ‘অল মেন আর ইক্যুয়াল’ বাক্যটি এখন পর্যন্ত অন্যতম একটি মূল্যবান ও শ্রুতিমধুর বাক্য। তবে স্বাধীনতার অনেক যুগ পেরিয়ে মার্কিনিদের মধ্যে এই সমতাভাব এখন হয়ত শেষ হয়ে যাচ্ছে। পাকিস্তানি শিক্ষাবিদ পারভেজ হুদভয় সংবাদ মাধ্যম ডন-এ তার কলামে সেরকমই মন্তব্য করেছেন। পদার্থবিজ্ঞানের এ শিক্ষক ডাক পেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিসোরি স্টেট ইউনিভার্সিটিরতে এক বক্তব্য দেওয়ার জন্য। এ অঙ্গরাজ্যটি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি এ রাজ্য ৭৭ শতাংশ ভোট পেয়েছিলেন। শিক্ষাবিদ পারভেজ তার কলামে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্টের মনোভাব ‘সকল মানুষ সমান’ নীতি থেকে সরে আসছে মার্কিনিরা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব মানুষকে সমভাবে বিচার শুধু পুরুষকেই গুরুত্ব দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায় পা রাখতে পারবে না সেরকম মনোভাব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।’

মার্কিন প্রেসিডেন্ট জঙ্গি হামলার প্রসঙ্গ এনে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন। কিন্তু নির্দিষ্ট কোন ধর্মের মানুষকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে তিনি সবার মধ্যেই বিভেদ সৃষ্টি করছেন। জঙ্গিবাদকে যদি নির্দিষ্ট ছকে আটকানো যেত তাহলে একের পর এক জঙ্গিগোষ্ঠী সৃষ্টি হত না। তালিবান, আল-কায়েদার মত জঙ্গিগোষ্ঠীকে বুশ প্রশাসন ধ্বংস করেছেন বলেই দাবি করা হয়েছিল কিন্তু এখন নতুন জঙ্গি দল আইএস তো আরও শক্ত অবস্থান নিয়েছে। জঙ্গিবাদকে নির্দিষ্ট কোন ছকে বাঁধানো যায় না বলেই মন্তব্য করেন পাকিস্তানি শিক্ষাবিদ পারভেজ হুদভয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মহত্বকে বিসর্জন দিলেই তা হবে নিজেদের আলোকিত পথ থেকে সরে আসা।

সূত্রঃ ডন

পাঠকের মতামত

Comments are closed.