177375

অকালে চুল পাকছে? জেনে নিন এর বিপদ!

নূসরাত জাহান নিশা: বয়স অল্প থাকতেই চুল পেকে যাচ্ছে যাদের তাদের জন্য একটা বড় মাপের দুঃসংবাদ শুনিয়েছেন মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

গবেষণায় দেখা গেছে চুল দ্রুত সাদা হয়ে আসার মানে হলো অকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাটাও কড়া নাড়ছে দোরগোড়ায়। গবেষকরা দেখেছেন ধমনী সংকুচিত হয়ে আসা; যাকে বলে অ্যাথেরোসক্লেরোসিস- এটা যে পদ্ধতিতে ঘটে, ঠিক সেভাবেই চুল পাকতে থাকে। দুটোই বার্ধক্যজনিত পরিবর্তনের লক্ষ্মণ।

ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত, অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহ, হরমোনজনিত পরিবর্তন; হৃদরোগের জন্য দায়ী এসব পরিবর্তনের সঙ্গেও সরাসরি পাকা চুলের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। অকালে চুলে পাক ধরেছে এমন ৫৪৫ ব্যক্তির সিটি স্ক্যান ও অন্যান্য ঝুঁকির ফ্যাক্টর নিয়ে চালানো হয়েছে এ গবেষণা। এ ছাড়াও গবেষকরা জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের হাইপারটেনশন, ডায়াবেটিস, ধূমপান ও পারিবারিক ইতিহাসও বিবেচনায় এনেছিলেন। এ সবের সঙ্গে দেখা গেছে পাকা চুলেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে।

এ নিয়ে আঁতকে ওঠার আগে আরো গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন গবেষকরা। তবে এটা প্রমাণিত যে চুলে পাক ধরলে কলপের পেছনে না ছুটে আগে শরীরের যত্ন নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

সূত্র: নিউকেরালা, এএনআই

পাঠকের মতামত

Comments are closed.