177250

ঘর সামলানোর আরো ৬

গাজী খায়রুল আলম:

১। শিশুর জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাচার পানিতে আধা চামচ বকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নিন। দুর্গন্ধ দূর হবে।

২। ইস্ত্রি করার সময় কাপড়ে যে পানি ছেটান তাতে কয়েক ফোঁটা সুগন্ধি ফেলে দিলে ইস্ত্রি হওয়া গোটা কাপড়টি সুবাস ধরে রাখবে।
৩। সুগন্ধির শিশি সব সময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন। সুগন্ধি তাতে বেশি দিন টিকবে।

৪। ফ্লাক্সের ভেতরের অংশ ভালোভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম পানি ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন।  ঘন্টাখানেক পর ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পানি ফেলে দিন। ভেতরের যাবতীয় নোংরা পরিস্কার হয়ে যাবে।

৫। ভ্যাকুয়াম ফ্লাক্সে অনেক সময় দীর্ঘ ব্যবহারের জন্য দুর্গন্ধ হয়। একটি ডিমের খোসা ভেঙে ফ্লাক্সের মধ্যে ফেলুন। পানি ভরে দিন। রাতভর রেখে পরের দিন খোঁচা লাগবে না।

৬। কিছু কিছু অলংকারের তীক্ষ্ণ বা ধারালো প্রান্তের খোঁচায় পোশাক ছিঁড়ে যায়। সুতো উঠে যায়। সেইসব ধারালো অংশে ন্যাচারাল নেলপালিশ লাগিয়ে দিন, খোঁচা লাগবে না।

পাঠকের মতামত

Comments are closed.