177222

তথ্যগুলো কাজে আসবে

গাজী খায়রুল আলম:

১। ব্যবহারের পর তেল বা পানীয়র টেট্রাপ্যাক ফেলে দেবেন না। কেটে ডিপ ফ্রিজে পেতে দিন আইস ট্রেতে। মাছ মাংসের প্যাকেট আটকে যাবে না্।
২। প্রেশার কুকারের গ্যাসকেট মাঝে মাঝে ফ্রিজে পুরে রাখবেন। দীর্ঘদিন চলবে।
৩। টর্চের ফেলে দেওয়া ব্যাটারি কিন্তু কোয়ার্টজ ঘড়িতে আরও মাস খানেক চলবে।
৪। বাড়িতে আঠা ফুরিয়ে গেছে? খামে স্ট্যাম্প লাগাবেন। ন্যাচারাল কালার নেলপালিশ ব্যবহার করুন।
৫। সেলোটেপের মুখ খুঁজে পাচ্ছেন না? মিনিট দশেক ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন। সেলোটেপের রিলটা খুলে আসবে।
৬। খামের ওপর ঠিকানা লিখে একটা মোমবাতি ঘষে দেবেন। পানি পড়ে কালি থেবড়ে ঠিকানা অস্পষ্ট হবে না।
৭। টেবিল বা ক্যাবিনেটের ড্রয়ার অনেক সময় আটকে যায়। স্বচ্ছন্দে খোলা বা বন্ধ করা যায় না। ড্রয়ারের ধারে মোম ঘষে রাখুন। সহজে আটকাবে না।
৮। ব্যবহারের পর বাইসাইকেলের টায়ার ভিজে কাপড় দিয়ে মুছে রাখুন। কাটবে না।

পাঠকের মতামত

Comments are closed.