177216

উত্তরপ্রদেশে গৃহ নির্যাতনের হার সবচেয়ে বেশি !

সজল সরকার: ভারতের উত্তর প্রদেশে গৃহ নির্যাতনের (ডমেস্টিক ভায়োলেন্স) হার সবচেয়ে বেশি। এক রিপোর্টে দেখা যায় গড়ে প্রতিদিন প্রায় এক হাজারটি নির্যাতনের ঘটনা ঘটে এই রাজ্যে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন নারীরা। রাজ্যের পুলিশ জানায় ৫৪ হাজারের বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে নারীদের ক্ষেত্রে যা শতকরা হারে ৪৩ শতাংশ। বয়স্ক মানুষদের ক্ষেত্রে ৩৩ শতাংশ এবং ১০ শতাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে শিশুদের ওপর। গত বছরের নভেম্বর মাস থেকে রাজ্য পুলিশ অধিদপ্তর জরুরী সেবা চালু করে নাগরিকদের জন্য। লক্ষেœৗয়ে স্থাপিত কেন্দ্রীয় পুলিশ কেন্দ্র থেকে নির্যাতিত নাগরিকদের সেবা দেওয়া হয়। পুলিশের সেবা চালুর মাত্র ৫ মাস পর এখন পর্যন্ত পুলিশের কাছে ৩ লাখ ৩৫ হাজার গৃহ নির্যাতনের অভিযোগ এসেছে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

পাঠকের মতামত

Comments are closed.