176936

শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কিশোরী আমোনকরের জীবনাবসান

চলে গেলেন শাস্ত্রীয় সঙ্গীত জগতের আরও এক নক্ষত্র৷ প্রয়াত খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কিশোরী আমোনকর, সোমবার রাতে মুম্বইতে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর ৷

১৯৩২ সালের, ১০ই এপ্রিল মুম্বইতে জন্মগ্রহণ করেন কিশোরী আমোনকর৷ জয়পুর-আত্রাউলি ঘরানার গায়কী ছিলেন আমোনকর। তাঁর মা মোগুবাই কুর্দিকরও ছিলেন স্বনামধন্য ধ্রুপদী সঙ্গীত গায়িকা৷মায়ের কাছ থেকেই ছোটবেলা থেকে সংগীতে তালিম নেন আমোনকর ৷ সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মানোয় ছোট থেকেই তার উপর সংগীতের প্রভাব পরে ৷

মূলত জয়পুর-আত্রাউলি ঘরানার হলেও তার গায়কীতে অন্যান্য ঘরানার প্রভাবও দেখতে পাওয়া যায় ৷ খেয়ালের পাশাপাশি ঠুংরি, ভজন, আধ্যাত্মিক গীতিতে পারদর্শী ছিলেন তিনি ৷

গায়িকীর জন্য একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন আমোনকর ৷ পদ্মভূষণ ও পদ্মবীভূষণ দুটি সম্মানেই তাকে সম্মানিত করা হয় ৷

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও।

পাঠকের মতামত

Comments are closed.