176982

বাংলা জোকস, পড়ুন এবং হাসুন…

বাংলা ডিকশনারি
গাজী খায়রুল আলম:
সরকারি দলের এক নেতা জ্বালাময়ী বক্তব্য রাখছিলেন্ বক্তৃতা শেষে হাত তুলল এক দর্শক।
‘আপনি কিছু বলতে চান?’ নেতার প্রশ্ন।
“হ্যাঁ, আপনার বক্তৃতার প্রতিটি শব্দ একটি বই থেকে নেয়া”।
শুনে নেতা থমমত গেলেন তোতলাতে তোতলাতে বললেন, কী বলতে চান আপনি কোন বই?
বইটা আমার বাসায় আছে।
বইটা আমি দেখতে চাই।
বেশ, আমি বাসায় গিয়ে বইটা পাঠিয়ে দেব।
নেতা বইটা পেলেন কিছুক্ষণ পর। বইটা একটা বাংলা ডিকশনারি।

ঘুমাতাম
গাজী খায়রুল আলম
হরতালের দিন দেখা গেল হরতাল ডাকা এক ছোটখাটো নেতা ঘরে দিবানিদ্রা দিচ্ছে। তার দাদা এই দৃশ্য দেখে ছিঃ ছিঃ করে উঠলেন।
এই তোদের রাজনীতি ছিঃ। হরতাল ডেকে ঘরে ঘুমাচ্ছি?
রাজনীতি করতাম আমরা…সেই সময় জীবনটা তো জেলে জেলেই কাটিয়ে দিয়েছিলাম…
জেলে বসে কী করতে তখন?
কী আর করব, ঘুমাতাম।
আমিও তো ঘুমাচ্ছি… বলে ফের শুয়ে নাক ডাকতে শুরু করল।

পাঠকের মতামত

Comments are closed.