176733

সাঁতার না জানলে স্নাতক নয়

শায়েখ হাসান: নদীপ্রধান বা বন্যাপ্রবল এলাকায় সাঁতার জানাটা জরুরী। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে স্নাতকের ডিগ্রি পেতে হলে সাঁতার শেখা লাগবে, এমন নিয়ম পৃথিবীর কোথায় ছিল না। এবার তেমনই একটি বিচিত্র নিয়ম করেছে চিনের
এক নামী বিশ্ববিদ্যালয় ‘জিংহুয়া’।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, সাঁতার জানা থাকলে তবেই মিলবে স্নাতকের ডিগ্রি। তবে শুধু সাঁতার জানলেও হবে না, যে কোনও ধরনের সাঁতারে অন্তত ৫০ মিটার পার হওয়ার দক্ষতা থাকতে হবে।

শুধুমাত্র ঘোষণা নয়, এরই মধ্যে নতুন নিয়মের বাস্তবায়নও ‍শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের বলা হয়েছে, স্নাতক ডিগ্রি পেতে হলে তাদেরকে অবশ্যই আগে সাঁতারের জন্য পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে স্নাতক ডিগ্রি।

অবশ্য গ্রাজুয়েট ডিগ্রির সঙ্গে সাঁতার শেখাকে এ ভাবে যুক্ত করার ফলে প্রশ্ন তুলেছেন অনেকেই। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন মতামত তুলে ধরছেন, প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় বলছে, সাঁতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা, এটা শরীরের ফিটনেস বাড়ায়। গত সেপ্টেম্বরে এক শিক্ষার্থী সাঁতারের পরীক্ষায় অনুতীর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সাঁতারের প্রশিক্ষণ নিতে পাঠায়। নিয়মে বলা হয়েছে, নতুন ছাত্রদের যে কোনও ধরনের সাঁতারে অন্তত ৫০ মিটার পার হওয়ার দক্ষতা থাকতে হবে।

২৭ মার্চ সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে একটি অনলাইন বিতর্কও চলে। সেখানে প্রশ্ন ছিল, চিনে যে এলাকায় নদী বা সাগর নেই সেখানকার ছাত্রদের তাহলে কি হবে? মজার ব্যাপার হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য সাঁতারকে পূর্বশর্ত করা হয়েছিল অনেক আগেই, ১৯১৯ সালে। কিন্তু পরে আবার সেটি বাতিল করে দেওয়া হয়।

তবে এখন যদি কেউ সাঁতার না জানে, তাহলে তাকে স্নাতক ডিগ্রি পাওয়ার আগেই তা শিখে নিতে হবে। কারণ এবার বলা যায় কোমর বেঁধেই নেমেছেন কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.