176716

চীনের জিনজিয়াংয়ে দাড়ি রাখা নিষিদ্ধ !

সজল সরকার: চীনের পশ্চিমাঞ্চলে জিনজিয়াং প্রদেশে দাড়ি রাখা ও পর্দা করার ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। মূলত ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধেই নতুন এ আইন করা হচ্ছে। নতুন আইন অনুযায়ী জিনজিয়াং প্রদেশের কোন পাবলিক জায়গায় কেউ অযথা লম্বা দাড়ি নিয়ে ঘুরতে পারবে না এবং রাস্তাঘাট, বাজার ও বিমান বন্দর এলাকায় কেউ মুখে ঢেকে পর্দা করে ঘোরাফেরা করতে পারবে না। চীনের এ প্রদেশে সম্প্রতি মুসলিম উগ্রবাদীদের সঙ্গে কয়েক দফায় দাঙ্গা বাধে। সরকার এ দাঙ্গার জন্য মুসলিম উগ্রবাদীদেরই দায়ী করে। জিনজিয়ান প্রদেশের ইউঘার অঞ্চলটিতে ধারাবাহিকভাবে মুসলিমরা বসবাস করে আসছে। এখন দাড়ি রাখা ও পর্দা করার বিষয়ে সরকারের করা নতুন আইনের ফলে তারা বৈষম্যের শিকার হচ্ছে বলে স্থানীয় মুসলমান সম্প্রদায় সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে। কিন্তু সরকারি কর্তৃপক্ষ মনে করছে নতুন এ নিয়মের ফলে এ অঞ্চলের যুব সম্প্রদায় উগ্রবাদীদের দলে প্রবেশ করতে নিরুৎসাহিত হবে। ইতোমধ্যেই নতুন এ আইনটি প্রাদেশিক পরিষদের আইন প্রণেতাদের কাছে অনুমোদন নিয়ে সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

তবে জিনজিয়াং প্রদেশে শুধু দাড়ি রাখা ও পর্দা করার বিরুদ্ধেই আইন হয়নি বরং মুসলিম সন্তানদের সরকারি স্কুলে যেতে না দেওয়া, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ না করাসহ বিয়ের ব্যাপারে শুধু বিধান পালনের বিরুদ্ধেও আইন জারি হয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশের ইউঘারস অঞ্চলের মুসলিমরা অনেক আগে থেকেই কর্তৃপক্ষের সতর্ক চোখে রয়েছে। এর আগে চীনা কর্তৃপক্ষ এ অঞ্চলের মুসলিমদের পাসপোর্ট প্রদানের ক্ষেত্রেও বিধি-নিষেধ আরোপ করেছিল।

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.