176610

সস্তা হয়ে গেল আই-ফোন? এত কম দামে পাওয়া যাবে অবিশ্বাস্য!!

একটা আই-ফোন পকেটে থাকলে যেন হাতে চাঁদ পাওয়ার মতো অনুভূতি। এই একটা আই-ফোনের জন্য হা-হুতাশের শেষ নেই। এবার হয়তো সেই হতাশা কাটানোর সুযোগটা এসেই গেল।

 

 

 
অবশেষে ভারতে মোবাইল ফোনের বাজার ধরতে কাজটা করেই ফেলল আই-ফোন। আর এর ফলে যেন হাতে স্বর্গ পাওয়ার উপক্রম হল মোবাইল ব্যবহারকারীদের। কারণ, আই-ফোনের দামে বিপুল ছাড় দেওয়া শুরু করেছে অ্যাপেল। সর্বভারতীয় এক নিউজ পোর্টালে প্রকাশিত হওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, আই-ফোনের দাম এতটাই সস্তা করে দেওয়া হয়েছে যে, বিপাকে পড়ে গিয়েছে অন্য মোবাইল সংস্থাগুলি।

 

 

 

 

প্রকাশিত এই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারত ছাড়া এই মুহূর্তে বিশ্বের অন্য কোনও বাজারে আই-ফোন-এর বিক্রিতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু, ভারতে বাজার ধরতে হলে যে কম দামে হ্যান্ডসেট বিক্রি করতে হবে, তা বুঝে গিয়েছে অ্যাপেল। তাই হ্যান্ডসেটের দামে বিপুল ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। দোকান থেকে আই-ফোন কিনলে এই ছাড় পাওয়া যাবে এবং সেইসঙ্গে মিলবে ৫ হাজার টাকার ক্যাশ-ব্যাক অফার। ৯০ দিনের মধ্যে এই ৫ হাজার টাকা ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে ফেরত আসবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

 

 

 

 
আই-ফোনের এই বিপুল ছাড়ে যেমন ‘আই-ফোন এসই’-এর ১৬ জিবির দাম পড়ছে ১৯,৯৯৯ টাকা। এর আসল দাম ৩৯,০০০ টাকা। ‘আই ফোন এসই’-এর ৬৪ জিবির দাম পড়ছে ২৫,৯৯৯ টাকা। এর আসল দাম ৪৪,০০০ টাকা। তবে খেয়াল রাখতে হবে, এই অফারে কোনও ইএমআই নেই। ক্রেডিট কার্ড দিয়ে একবারে দাম মেটাতে হবে। আর এই ক্রেডিটকার্ডেই ফেরত আসবে ৫ হাজার টাকা।

পাঠকের মতামত

Comments are closed.