176531

ধুমপান ছাড়তে চান? এই ভাবে চলুন

ছেড়ে দেব বললেই ছাড়া যায় না ৷ ধূমপান যাঁদের কাছে নেশা তাঁরা বিষয়টা জানেন ৷ তবে জানেন কি? ধূমপান যদি ছাড়তে পারেন তাহলে আপনার আয়ু বাড়বে তিনগুণ ! কারণ গবেষণায় দেখা গিয়েছে, ধূমপান ছেড়ে দেওয়ার ১০ বছর পর ফুসফুসে ক্যানসার হওয়ার ঝুঁকি আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসে। সিগারেট ছেড়ে দেওয়ার এক বছর পরই কমে যায় হৃদরোগের সম্ভাবনা । পাঁচ বছরের মাথায় মুখ, গলা ও খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি অর্ধেক হয়ে যায়। তাই আপনি চেঞ্চ স্মোকার হলে এখনো সময় আছে পুরোপুরি তা বর্জন করার। কিন্তু কীভাবে কাজটা করবেন? জেনে ঝটপট ৷

প্রথমে সিদ্ধান্ত নিন কেন আপনি ধূমপান ছাড়ছেন? একটা তালিকা তৈরি করুন—এই অভ্যাসের জন্য আপনার কী কী ক্ষতি হচ্ছে। এই তালিকায় রোগ ছাড়া আরও বিষয় রাখতে পারেন৷ যেমন, সন্তানের পরোক্ষ ক্ষতি, আর্থিক ক্ষতি, প্রিয়জনের বিরক্তি ইত্যাদি।
সিগারেট ছাড়তে চান? এই নিয়মগুলো মেনে চলুন

ধূমপান ছেড়ে দেওয়ার পর কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। একে বলে উইথড্রয়াল সিনড্রোম। প্রয়োজনে বিশেষজ্ঞ পরামর্শ নিন।সিগারেট ছাড়ার জন্য আগে থেকে প্রস্তুতি ও সিদ্ধান্ত নিয়ে একটি শুভদিন বেছে নিতে পারেন৷ যেমন জন্মদিন বা বিবাহবার্ষিকী বা সন্তানের জন্মদিন।

ধূমপান ছাড়ার পর হাত ও মন ব্যস্ত রাখার অন্য উপায় খুঁজে বের করুন। অবসরে বা অফিসে বসে পপকর্ন, বাদাম, চুইংগাম বা চানাচুর চিবোতে পারেন। হাঁটা বা ব্যায়াম বা সপ্তাহে কয়েক দিন জিম বা সাঁতার কাটতে পারেন। বারান্দা বা ছাদে বাগান করতে শুরু করে দিন।

সিগারেটের কথা মনে করিয়ে দেয় এমন সব কিছু, অ্যাশট্রে, লাইটার, দেশলাই ইত্যাদি ফেলে দিন। সিগারেটের গন্ধ আছে এমন পুরোনো বিছানার চাদর, তোয়ালে, জামা-কাপড় ধুতে দিন। আপনজনদের সময় দিন, বেড়াতে যান, আড্ডা দিন। নতুন জীবন উপভোগ করতে শুরু করুন।

পাঠকের মতামত

Comments are closed.