176570

গৃহিণীদের প্রয়োজনীয় ৬টি টিপস

গাজী খায়রুল আলম:

১। হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।

২। ছোট্ট এক টুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেসে ঘষে দেখুন, চামড়ার ঔজ্জ্বল্য বাড়বে।

৩। ঘরে চড়–ই পাখি বাসা বাঁধতে চায়। যদি চড়–ই দম্পতিকে তাড়াতে চান ঘরের দরজা জানালা বন্ধ করে দু-চার টুকরো কর্পূর জ্বালিয়ে দিন। চড়–ই আর ঘরমুখো হবে না।

৪। গ্যাসস্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত পানি ঢেলে তাতে দু-টেবিল চামচ ড্রেনেক্স পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু-ঘন্টা ডুবিয়ে রাখুন। পানিতে ঝাঁকিয়ে ধুয়ে নিন।

৫। গরম বা সিল্কের পোশাক ধোওয়ার পর যদি ইউক্যালিপটাস তেল মেশানো পানি ডুবিয়ে নেন তাহলে পোকায় কাটার ভয় থাকবে না। পেশাকের ঔজ্জ্বল বাড়বে। এক বালতি পানিতে তেলের পরিমাণ হবে দু‘টেবিল চামচ।

৬। উলের পোশাক ধোয়ার পর এক বালতি পানিতে আধ চামচ গ্লিসারিন দিয়ে তা ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে।

পাঠকের মতামত

Comments are closed.