176456

৯০ দশকের যে জিনিসগুলো মিস করছে এখনকার শিশুরা

আজমল হোসেনঃ বড়রা ছোটদের সবসময় বলেন যে এখনকার চেয়ে তাদের সময়ে সবকিছু কত ভালো আর সহজ ছিলো, তারা (বাচ্চারা) নাকি তার কিছুই জানেনা, কিন্তু তাদের এই কথাটা কতখানি সত্য? চলুন দেখে নেয়া যাক আসলেই এখনকার চেয়ে ৯০দশকের জিনিসগুলো সত্যিই ভালো কিনা বা এখনকার চেয়েও খারাপ।

১। ৯০দশকের বাচ্চাদের এখনকার বাচ্চাদের মতো স্মার্টফোন তো দূরের কথা সাধারণ ফোন ছিলোনা ফেসবুক স্ন্যাপচ্যাট এসব ব্যবহার করার। তবে সারা ক্লাসরুম জুড়ে হাতে লেখা অসংখ্য চিরকুট পাওয়া যেতো।

২। সেসময় মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যেতো না তাই মোবাইলে গান ডাউনলোড করাও যেতো না। তখন সিডিই ছিলো ভরসা।

৩। বর্তমানে আইপড, বা স্মার্টফোন খুব সহজেই পকেটে এঁটে যায়। তবে সেসময় যারা সিডি প্লেয়ার নিয়ে বের হতো তারা সিডি প্লেয়ার পুরোটা পকেটে ঢোকাতে পারতোনা ফলে অর্ধেকটাই বের হয়ে থাকতো।

৪। সেসময় বাসার কোন অনুষ্ঠানের ভিডিও ভিএইচএস টেপে ধারন করা হতো। যদি কেউ ভুল করে একবার কোন ব্যবহৃত টেপএ আবাব্র কোন কিছু রেকর্ড করতো তবে আগে যে ভিডিও ছিলো তা চিরতরে হারিয়ে যেতো।

৫। শুধুমাত্র ৯০দশকের ছেলেমেয়েরাই জানে সেসময় মোবাইল গুলোতে কেমন মজার গেমস ছিলো।

৬। তখন কেউ মোবাইল নিয়ে টয়লেটে যেতো না, তবে টয়লেটে গিয়ে সময় কাতানোর জন্য তারা টয়লেটে থাকা কোন সাবান বা শ্যাম্পুর বোতলের লেবেলের লেখা পড়ে সময় পার করতো।

৭। বিখ্যাত কার্টুন ‘টম অ্যান্ড জেরি’তে যে মোটা নারীকে দেখা যায় তার মুখ দেখার জন্য ৯০দশকের বাচ্চারা পাগলপ্রায় ছিলো।

৮। তখন মোবাইলে যেহেতু গান ডাউনলোড করা যেতোনা তখন সবাই নিজেদের পছন্দের গান রেকর্ড করে রাখতো।

৯। মোবাইল দিয়ে কোন কিছু শেয়ার করতে অনেক সময় লাগতো।

১০। পুরাতন উইন্ডোজের স্ক্রিন সেভার ছিলো সবচেয়ে সেরা।

পাঠকের মতামত

Comments are closed.