176438

এই গরমে কিভাবে নেবেন চুলের যত্ন?, জানাচ্ছেন কায়া লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট সংগীতা ভেলাসকর

আজ সবে মার্চের শেষ।ইতিমধ্যেই থার্মোমিটারে দেখাচ্ছে ৩৭ ডিগ্রি তাপমাত্রা। তাই বলে জীবন থেমে থাকবে না। দৈনন্দীন সব কাজই চালিয়ে যেতে হবে নিয়ম করে। তাই এখন থেকেই যত্ন নিতে শুরু করুন মাথার চুলের।

কায়া লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট ও মেডিক্যাল সার্ভিসেস চিফ সংগীতা ভেলাসকর একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে কয়েকটি খুব সহজ উপায় বাতলে দিয়েছেন। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলি—

১। হিট ট্রিটমেন্ট— গরমকালে প্রাকৃতিক ভাবেই তাপমাত্রা বেশি থাকে। তাই চেষ্টা করুন, এ সময়ে এমন কোনও হেয়ারস্টাইল না করতে, যাতে হিট দেওয়ার প্রয়োজন হয়।

২। গরম তেল— নারকেল তেল বা অলিভ অয়েল অল্প গরম করে তা ভাল করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। তার পরে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। চুল এতে বেশ নরম থাকে।

৩। রোজ চুল না ধোয়াই ভাল— রোজ রোজ চুলে শ্যাম্পু করলে চুল ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করুন, কোনও প্রাকৃতিক ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে।

৪। ভিজে অবস্থায় মাথায় চিরুনি নয়— ভিজে চুলে চিরুনি কখনই নয়। এতে চুল ওঠে বেশি মাত্রায়। একই সঙ্গে চেষ্টা করুন, মোটা দাঁতের চিরুনি ব্যবহার করতে।

৫। নাইট ট্রিটমেন্ট— আপনার চুল যদি ড্রাই বা ফ্রিজি হয়, তা হলে রাতে শোয়ার আগে ‘লিভ ইন’ কন্ডিশনার লাগিয়ে মাথায় তোয়ালে জড়িয়ে নিন। সকালে অবশ্যই ফল পাবেন।

পাঠকের মতামত

Comments are closed.