175841

অপুষ্টিতে ভুগছে উত্তর কোরিয়ানরা

সজল সরকার: উত্তর কোরিয়ার প্রতি ৫ জনের মধ্যে ২ জনই অপুষ্টিতে ভুগছে এবং দেশটির ৭০ ভাগ জনগণই খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল বলে জানিয়েছে জাতিসংঘ। উত্তর কোরিয়ার জনগণ স্বাস্থ্যসেবাও ঠিকমতো পায় না বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ৫ বছরের নিচে শিশুরা ডায়ারিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশি মারা যাচ্ছে। দেশটিতে প্রতিনিয়ত চলা খরা ও বন্যার ফলে অধিকাংশ জনগণ মানবেতর জীবন যাপন করছে।

জাতিসংঘ তাদের রিপোর্টে বলেছে উত্তর কোরিয়ায় রাজনৈতিক কট্টরনীতির ফলে প্রায় ২ কোটি জনগণ খাদ্য সঙ্কটের মধ্যে পড়ে আছে এবং অন্যান্য সাধারণ সেবা থেকেও তারা বঞ্চিত। দেশটির ৪১ শতাংশ জনগণই অপুষ্টিতে ভুগছে। আড়াই কোটি জনগণের দেশ উত্তর কোরিয়ার একনায়ক স্বৈর শাসক জনগণের কথা চিন্তা করে একগুয়েমিভাবে আন্তর্জাতিক অঙ্গণ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে এবং সামরিক শক্তিতে বেশি ব্যয় করে জাতীয় অর্থনৈতিক অবস্থাকে নাজুক অবস্থায় ফেলে রেখেছে। পরমানু বোমা তৈরী ও ক্ষেপনাস্ত্র নির্মানে দেশটি যে পরিমাণ অর্থ খরচ করে এবং ব্যস্ত থাকে সে তুলনায় সাধারণ জনগণের সেবা দানের ক্ষেত্রে এক শতাংশ ব্যয় হয় না। সম্প্রতি দেশটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপে নিজেদের শক্তি প্রচার করেছে যখন মার্কিন কর্মকর্তা চীন সফরে ছিলেন। যদিও মার্কিন হুমকির পাল্টা জবাবে উত্তর কোরিয়া বলেছে তারা যেকোন সময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

জাতিসংঘ তাদের রিপোর্টে আরও জানিয়েছে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার জনগণ বেশি সমস্যার পড়ছে। একজন মানুষের প্রতিদিন যে পরিমান সুষম খাদ্য গ্রহণ করা দরকার তা তারা কয়েক মাস মিলে পেয়ে থাকে।

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.