175742

শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক থিসারা পেরেরার বলে থার্ড ম্যানে চার হাঁকালেন মাহমুদউল্লাহ। ২ বলে রান দরকার অবস্থায় ওই চার। শেষ বলে প্রয়োজন আরও একটি বাউন্ডারি। কিন্তু স্ট্রাইকে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সে বল থেকে এক রানের বেশি নিতে পারলেন না। লংঅন আর মিডউইকেটের মাঝামাঝি যে শটটি খেললে, তাতে আসলো মোটে একটি সিঙ্গেলস। তাতেই দুই রানে হারের আক্ষেপ থেকে গেলো।

 

 

 

তারপরও সাব্বির, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ এবং অধিনায়ক মাশরাফির বীরোচিত ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি ম্যাচটি অনুপ্রেরণার প্রতীক হয়েই থাকবে।প্রচণ্ড গরমে ৩৫৪ রানের বিশাল স্কোরের পিছু নিয়ে ৩৫২ রানই যে অনেক বেশি।

 

 

 

 

সাব্বির রহমান সর্বোচ্চ ৭২, মাহমুদউল্লাহ অপরাজিত ৭১, মাশরাফি ৩৫ বলে ৫৮ এবং মোসাদ্দেক হোসেন সৈকত করেছেন ৫৩ রান।জয়ের জন্য প্রয়োজন ৩৩৫ রান! স্কোর দেখেই তো চক্ষুচড়কগাছ হওয়ার কথা। কিন্তু কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের উইকেটে যে পুরোপুরি রানের ঝর্নাধারা প্রবাহিত হয়, তা বাংলাদেশের ব্যাটিং দেখেই বোঝা গেলো। যদিও শেষ পর্যন্ত মাত্র ২ রানে হারতে হলো বাংলাদেশকে।

পাঠকের মতামত

Comments are closed.