175648

বিট নুনের মাধ্যমে এইভাবে নিজেকে গড়ে তুলুন সুন্দর

বেশিরভাগ মহিলারাই নিজেকে সুন্দর দেখাতে হাজার হাজার টাকা খরচ করছেন। কিনছেন নানা প্রসাধনী, দৌড়চ্ছেন বিউটি পার্লারে। কিন্তু জানেন কি? আপনার রান্না ঘরেই রয়েছে এমন অনেক কিছু যা আপনাকে সুন্দর করে তুলবে খুবই সহজে ৷
হ্যাঁ, এরকমই একটি জিনিস হল বিট নুন ৷ প্রায় প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় বিট নুন ৷ আর এই বিট নুন খুবই কার্যকরী রূপচর্চার ব্যাপারে ৷ তা কীভাবে ব্যবহার করবেন বিট নুন ৷

১) ত্বক থেকে দাগ তুলতে খুবই সাহায্য করে বিট নুন ৷ তাই বিট নুন দিয়ে তৈরি প্যাক নিয়মিত ব্যবহার করলে, খুবই কাজ দেয় ৷
২) ত্বক থেকে মরা কোষ দূর করতেও খুবই কাজে আসে বিট নুন ৷

৩) বিট নুনের সঙ্গে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন ৷ এই মিশ্রণ স্ক্রাবারের মতো ব্যবহার করুন ৷ ত্বক থেকে দাগ দূর করতে খুবই সাহায্য করে এই মিশ্রণ ৷

৪) বিট নুনের সঙ্গে কিছুটা পরিমাণ বাদাম তেল মিশিয়ে নিন ৷ হালকা করে মুখে মেখে নিন ৷ একটু পরে ঠান্ডা জলে ধুয়ে নিন ৷ রোদে পড়া দাগ তুলতে এটা খুবই সাহায্য করবে ৷

৯) বিট নুনের সঙ্গে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নিন ৷ ড্রাই স্কিনের জন্য এই মিশ্রণ খুবই ভালো ৷

১০) বিট নুনের সঙ্গে কিছুটা আটা মিশিয়ে নিয়ে প্যাক তৈরি করুন ৷ তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক খুবই কার্যকরী ৷

পাঠকের মতামত

Comments are closed.