175748

দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিম গাছ থেকে পড়ছে বিয়ার!

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি নিম গাছ থেকে সাদা রঙের পানীয় পাওয়া যাচ্ছে ৷ যা খেলেই হয়ে যাচ্ছে নেশা ৷ গত চারমাস ধরে এতেই মজেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷

পড়ুয়াদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দিনমজুরদের প্রত্যেকদিন এই গাছের সামনে ভিড় জমাতে দেখা যাচ্ছে ৷ হাতে একটি পাত্র নিয়ে পানীয় নেওয়ার জন্য গাছের সামনে লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে তাদের ৷ তাদের মধ্যে বেশিরভাগই জানিয়েছেন, দোকানের মদের থেকে তারা এখন এটাই পছন্দ করছেন ৷ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর জন্য দিতে হচ্ছে না কোনও টাকা ৷

দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের হেড গার্ডেনার মহেশ প্রসাদ জানিয়েছন, ‘২০১৬ সালের নভেম্বর মাস থেকে ওই নিম গাছ থেকে মিলছে সাদা তরল পদার্থটি ৷ দিনে প্রায় দশ লিটার নিঃসৃত হচ্ছে সাদা রঙের পানীয় ৷ খেতে একটু তেঁতো হলে এটি খেয়ে নেশা হচ্ছে ৷ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে থেকে লোক এসে ভিড় করছে এই পানীয়টির জন্য ৷’

ওই ক্যাম্পাসে মোট ১৫টি নিম গাছ রয়েছে ৷ তবে কেবল মাত্র একটি গাছ থেকেই সাদা পানীয়টি পাওয়া যাচ্ছে ৷ প্রত্যেকটি গাছের বয়স ৫০ বছরের উপর ৷

নিম গাছ থেকে পাওয়া যাচ্ছে বলে পানীয়টির নাম দেওয়া হয়েছে ‘নিম বিয়ার’ ৷ কেন এমনটা হচ্ছে তাঁর ঠিকঠাক কোনও কারণ এখনও পর্যন্ত খুঁজে পাননি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷

ওই পানীয় এক বন্দুও যাতে নষ্ট না হয় তাই গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে একটি পাত্র৷ এতেরোজ জমা হয় এই সাদা তরল ৷ বহু দূর থেকে পাওয়া যায় এর গন্ধ ৷ তবে আসতে তরলের মাদক গুণ কমে আসছে বলে জানিয়েছেন কয়েকজন ৷

সূত্র-নিউজ ১৮

পাঠকের মতামত

Comments are closed.