175654

এবার মনের অসুখও বাতলে দেবে রক্ত পরীক্ষা

এবার মনের অসুখও ধরা পড়ে যাবে রক্ত পরীক্ষায়। এমনটাই দাবি একদল মার্কিন গবেষকের। গবেষকরা বলছেন, মানসিক ভারসাম্য বিঘ্নিত হলে বিভিন্ন হরমোনের ওঠাপড়া ঘটে মানব রক্তে। আর সেই ওঠা-নামাকে সণাক্ত করতে পারলেই নির্ণয় করা যাবে স্কিত্‍‍জোফ্রেনিয়া বা ডিপ্রেশনের মতো মনের অসুখ।

উল্লেখ্য, এভিপি বা Arginine-Vasopressin নামক হরমোন নির্দিষ্ট মানের চেয়ে বেড়ে গেলে ডিপ্রেশনের লক্ষণ দেখা যায়। আর এই হরমোনের পরিমান কমে গেলে স্কিত্‍‍জোফ্রেনিয়া সণাক্ত করা হয়ে থাকে। গবেষকদের দাবি, তাঁদের এই গবেষণালব্ধ আবিষ্কারকে ‘ফার্মাসিউটিক্যাল ইউজে’র মাধ্যমে ব্যবহারিক চিকিত্‍সায় সংযুক্ত করতে হবে।

পাঠকের মতামত

Comments are closed.