175243

কেন বারবার জ্বর আসে

নূসরাত জাহান: প্রায়ই জ্বর আসছে, আবার সেরেও যাচ্ছে। ভাবছেন আবহাওয়ার কারণেই এমনটা হচ্ছে। তবে সব সময় এমনটা ভাবার সুযোগ থাকে না। অন্য কারণেও জ্বর আসতে পারে। এমনটাই দাবি করেছেন গবেষকরা। তারা বলছেন, সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যাদের হাঁপানির সমস্যা আছে তাদের বারবার জ্বর আসতে পারে। এছাড়া নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে।
ডা. বেন নিকোলাসের নেতৃত্বে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত একটি গবেষণা করেছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে অ্যালার্জি অ্যান্ড ক্লিনিকাল ইমিউনোলজি সামিয়িকিতে। এতে বলা হয়েছে, এজমা বা হাঁপানি রোগীরা বারবার জ্বরে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এজমা নেই এমন লোকজন এবং যাদের জমা আছে তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়
ডা. নিকোলাস বলেছেন, এজমার সিম্পটম জ্বর হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। যাদের এজমা নেই তাদের জ্বর প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বেশি। আর এজমা জ্বর প্রতিরোধের ক্ষমতা নষ্ট করে দেয়। তাই বারবার জ্বর হয়। জ্বর ও এজমার মধ্যে এই যোগসূত্রের বিষয়টি আগেই অনুমান করছিলেন গবেষকরা। নতুন এই গবেষণাটি সেটাই প্রমাণ করলো। সূত্র: ডেইলি মেইল।

পাঠকের মতামত

Comments are closed.