175273

ওভারিয়ান সিস্টের লক্ষণ গুলি জেনে নিন

যুবতী থেকে মহিলাদের মধ্যে ওভারিয়ান সিস্টের হার অনেকাংশেই বেড়ে গেছে। ওভারির মধ্যে যে মাংস বৃদ্ধি ঘটে, তাই হল ওভারিয়ান সিস্ট। কখনও তা শুধুই মাংসল হয়, কখনও তার মধ্যে তরল পদার্থও জমা থাকে। প্রথম প্রথম সেরকম কোনও শারীরিক সমস্যা তৈরি না হলেও, সিস্ট যত বাড়তে থাকে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

ওভারিয়ান সিস্টের প্রাথমিক উপসর্গ-

১) পেট ফুলে ওঠা
২) মলত্যাগে যন্ত্রণা
৩) পিরিয়ডের আগে ও পিরিয়ড চলাকালীন অসহ্য যন্ত্রণা
৪) ইন্টারকোর্সে যন্ত্রণা
৫) পিঠের নিম্নাংশে, থাইয়ে যন্ত্রণা
৬) স্তন ঝুলে যাওয়া
৭) গা গোলানো ও বমি

ওভারিয়ান সিস্টের গুরুতর উপসর্গ-

১) পেলভিকে অসহ্য যন্ত্রণা
২) জ্বর
৩) অজ্ঞান হয়ে যাওয়া, ঘুম ঘুম ভাব
৪) হাঁফানি, হাঁপিয়ে যাওয়া

পাঠকের মতামত

Comments are closed.