175178

সব পেশাই গৎবাঁধা: দিয়া

আজমল হোসেনঃ অভিনেত্রী এবং সমাজকর্মী দিয়া মির্জা বলেছেন যে, শুধু বলিউডে নয় সকল পেশাতেই বাঁধাধরা ছক থাকে।
শক্তি নারী’র নামক একটি সেমিনারে দিয়া বলেন, “যখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অংশ হলাম, তখন মানুষ ধারণা করতো যে, যেসব মেয়েদের ব্যাকগ্রাউন্ড ভালো তাদের সিনেমায় কাজ করা উচিত না। লোকজন অভিনেতাদের প্রতি অনেক ভালোবাসা দেখাতো, কিন্তু পরিবারের কেউ যদি অভিনেতা/অভিনেত্রী হতে চান, তখন তারা ভীতু হয়ে যান এবং মনে করেন যে অভিনয় পেশা খুব একটা ভালো পছন্দ না। এই ধরনের বাঁধাধরা ছক সব পেশাতেই আছে।”
তিনি আরো বলেন, “এমনকি যেসব নারীরা উচ্চশিক্ষিত তাদেরকে অভিশাপ মনে করা হয়, কারণ একশ্রেণীর মানুষ মনে করে যে তারা ভালো স্বামী পাবে না কারণ তারা সংসার সামলাতে পারে না। তাই এই মানসিকতা পরিবর্তনের জন্য আমাদের উচিত এই বিষয়ে খোলামেলা আলোচনা করা।”
এই সকল সমস্যার সমাধান অর্থ জানিয়ে দিয়া বলেন, “যেসব নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী, তারা এসমস্যার সমাধান খুব সহজেই করতে পারেন।”

পাঠকের মতামত

Comments are closed.