175108

জীবাণুনাশকে শিশুর ক্ষতি!

নূসরাত জাহান নিশা: গবেষকরা সর্তক করে দিয়েছেন হ্যান্ড স্যানিটাইজার তথা হাতের জীবাণুনাশকে ভালোর চেয়ে খারাপের আশঙ্কাই বেশি। ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও প্রিভেনসন সেন্টার থেকে গবেষকরা চিহ্নিত করেছে যে, অ্যালকোহলকে ভিত্তি করে তৈরি এই সুগন্ধিযুক্ত পদার্থ বাচ্চাদের গিলে ফেলতে আকৃষ্ট করে যার ফলে ভয়ঙ্কর সমস্যা যেমন, পেটের অসুখ, বমি ভাব, শ্বাসকষ্ট, বুক জ্বালাপোড়া এমনকি শিশুরা কোমায় পর্যন্ত চলে যেতে পারে।
ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনসন সেন্টার থেকে গবেষকরা এই বিষাক্ত হ্যান্ড স্যানিটাইজার তথা জীবাণুনাশকে বিষাক্ত উপাদানগুলোকে চিহ্নিত করতে পয়জন সেন্টার দ্বারা প্রকাশিত তথ্য বিশ্লেষন করেছেন। তথ্যগুলো ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১২ বছরের শিশুদের উপর চালানো জরিপ থেকে নেওয়া। এই গবেষণা থেকে পাওয়া গেছে- ২০১১ থেকে ২০১৪ সালের সময় ১২ বছর বয়সী শিশুদের মধ্যে ৭০,৬৬৯টি হ্যান্ড স্যানিটাইজারের পার্শ্বপ্রতিক্রিয়া রিপোর্ট করা হয়েছিল, এর মধ্যে ৬৫,২৯৩ এর উপর ৯৩% এর এলকোহল প্রভাব ছিল।

পাঠকের মতামত

Comments are closed.