175086

শিশুর টিবি হলে খাওয়াদাওয়া

গাজী খায়রুল আলম: আমাদের দেশের মতো গরিব দেশে শিশুমৃত্যুর মূল কারণগুলোর অন্যতম হর শিশুর ‍টিবিতে আক্রান্ত হওয়া। যক্ষ্মা যত শিশুকে মারে, তার চাইতে অনেক বেশি শিশুকে অসুস্থ করে আধমরা বানিযে ফেলে । বাংলাদেশের বড় হাসপাতালগুলোতেও শিশুদের অউটডোরে অসুস্থ অবস্থায় দেখাতে নিয়ে আসা শিশুদের পাঁচ থেকে আট শতাংশই আসে যক্ষ্মা নিয়ে। তীব্রতম আকারে ঝাঁপিয়ে পড়ছে যক্ষ্মা, সর্বশক্তি নিয়ে। রোগটা নিয়ে হাজারটা ভুল ধারণা আর কুসংস্কার, সীমাহীন দারিদ্র আর চিকিৎসা মাঝপথে বন্ধ করে দেওয়া,WHO-র রিপোর্ট বলছে, এদেশের বুকে যক্ষ্মার এভাবে জাঁকিয়ে বসার অন্যতম কারণ।
ঊনবিংশ শতাব্দীতে চিকিৎসাবিজ্ঞান টিবি রোগটাকে গভীরভাবে বুঝে নিয়েছে নানা গবেষণার হাত ধরে। এসেছে রোগ নির্ণয়ের একর পর এ পদ্ধতি। শতাব্দীর শেষ পঞ্চাশ বছরে নিরন্তর গবেষণার ফসল হিসেবে যক্ষ্মার একের পর এক শক্তিশালী, কারযকরী ওষুধ চলে এসেছে মানুষের হাতে মুঠোয়।
কোন যক্ষ্মাই আজ আর কাশির সঙ্গে উঠে আসা রক্ত দেখে নিরণয় হয় না, রোগ ধরার কারযকরী নানা ব্যবস্থা রয়েছে আমাদের মতো গরীব দেশেও।দরকার শুধু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রোগনির্ণয়, একটানা বেশ কিছুদিন ওষুধ খাওয়ানো আর সুষম খাদ্য।
১। টিবি হলে ওষুধ খাওয়ার পাশাপাশি শিশুর জন্য চাই বয়েস অনুযায়ী স্বাভাবিক খাওয়াদাওয়া, যাতে শিশুর শরীরে পুষ্টির কোনো অভাব না ঘটে।
২। খুব ছোট দুধ খাওয়া শিশু দুধই খাবে। একটু বড়, ভাতে অভ্যস্ত শিশু খাবে ভাত, ডাল, সেদ্ধ সবজি, পাকা ফল বা ফলের রস, যেমন স্বাভাবিক অবস্থায় খায়।
৩। বড় বাচ্চা ভাত, ডাল, ফল, শাকসবজি, খিচুড়ি, মাছ ,মাংস, ডিম সবই স্বাভাবিক মাত্রায় খাবে। বেশি মাছ, মাংস বা বেশি ডিম খাওয়ানোর দরকার নেই।
৪।আপেল আঙুর থেকে ভালো পুস্টি পাবে পাকা কলা, আতা, সবেদা, আম, পেঁপে বা পেয়ারার মতো মৌসুমী ফল টাটকা অবস্থায় রোজ খাওয়ালে।
৫।রোজ খানিকটা দুধ দেওয়া দরকার।
সুষম খাবার খাওয়ানোর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিমুকে্ একটানা ওষুধ খাইয়ে যাবার গুরুত্ব অসীম।

পাঠকের মতামত

Comments are closed.