175017

বার্সেলোনার পাতায় বাংলায় স্ট্যাটাস, আনন্দের বন্যা

অনির্বাণ বড়ুয়া: বাংলাদেশে বার্সেলোনার ফ্যানদের আনন্দ আজ আর ধরে না। ক্লাবটি নিজেদের পাতায় বাংলা ভাষায় একটি স্ট্যাটাস দিয়েছে। মেসিত ছবিসম্বলিত একটি পোস্টে এক বাক্যের ওই স্ট্যাটাসে লেখা, আজ কেমন বোধ করছো? সেই সঙ্গে জুড়ে দিয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার একটি ইমোজি।

স্ট্যাটাসটি ছাপা হওয়ার সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়েছে বাংলাদেশের ভক্তকুল। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে স্ট্যাটাসটিতে ১৩ হাজার লাইক পড়েছে। শেয়ার হয়েছে প্রায় তিন হাজার বার।

কমেন্টেও বাংলা ভাষার ছড়াছড়ি। ফাহিম আহমেদ নামে একজন লিখেছেন, অনেক অনেক ভাল লাগল বাংলায় পোস্ট দেখে। ধন্যবাদ বার্সেলোনা টিমকে।

সোহেল আহমেদ নামে একজন লিখেছেন, অনেক ভালো আছি এবং সম্মানীত বোধ করছি। ধন্যবাদ বার্সেলোনা আমাদের প্রানের ভাষায় পোস্ট দেয়ার জন্য। এফ সি বার্সেলোনা ক্লাবের চেয়েও বেশী কিছু।

শিহাব মোর্শেদ নামে একজন লিখেছেন, প্রাউড মোমেন্ট ফর অল অফ আওয়ার বাংলাদেশী। বার্সেলোনার অফিসিয়াল পেজে যখন মেসির ছবির ক্যাপশন বাংলা ভাষায় দেওয়া হয় এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে আমাদের জন্য! ভক্তদের মন জয় বার্সেলোনাই করবে।

পাঠকের মতামত

Comments are closed.