174684

সুন্দর ঝকঝকে মুখের জন্য

গাজী খায়রুল আলম:

১। রাতে ছোলার ডাল দুধে ভিজিয়ে দিন। সকালে ভেজানো নরম ছোলার ডাল ছিলে খানিকক্ষণ পিষে সামান্য হলুদ মেশান। এক চামচ দুধের সরের সঙ্গে মেশান কয়েক ফোঁটা গোলাপ পানি। শ্যামবর্ণ ত্বকের চিকণভাব রাখতে এই মিশ্রণ ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে ঝলমলে। সকালের মত তাজা।

২। রোদে বেরোবার আগে ময়শ্চারাইজার এবং ক্যালামাইন লোশন ব্যবহার করুন।

৩। একচামচ মৌরী পানিতে সেদ্ধ করে নিন। ঠাণ্ডা হবার পর ঐ মৌরীর পানির সঙ্গে মধু মিশিয়ে নিন। ঐ প্রলেপ পনেরো মিনিট মুখে ফেস-প্যাক হিসেবে লাগান। নিয়মিত এই মিশ্রণ লাগালে চামড়ার ঝোল ভাব দূর হয়ে যাবে। টানটান ত্বকের উজ্জ্বলতায় বয়সের ছাপ মুছে যাবে।

৪। পুদিনা পাতা বেটে মুখে লাগালে মুখের কালো ছোপ কয়েকদিনের মধ্যে দূর হয়।

৫।গরমকালে সারাদিন ঘুরে বাড়ি ফিরে এসে দেখলেন রোদে মুখ কালো হয়ে গেছে। এক চাকা শসা কেটে তার রসটা মুখে মেখে নিন। দেখবেন কালো দাগ চলে গেছে।

পাঠকের মতামত

Comments are closed.