174521

ট্রাম্পের সব খারাপ ওবামার সব ভালো?

অনির্বাণ বড়ুয়া: ‘যারে দেখতে নারি তা চলন বাঁকা’ কথাটি এক্ষেত্রে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের জন্য খাপে খাপ মিলে গেলো। এপর্যন্ত তার এমন কোনও কথা বা কাজ নেই যার জন্য তাকে সমালোচিত হতে হয়নি। এর মধ্যে কি ভালো কোনও কথা বা কাজ আসলেও ছিলো না? এই ধরুন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের অফিসে তার এক উপদেষ্ঠাকে সোফার ওপর হাটু গেঁড়ে বসে থাকতে দেখে সবাই ক্ষোভে ফেটে পড়েন। এটিকে অসম্মান ও বর্ণবাদী হিসেবে উল্লেখ করে ওই নারী উপদেষ্টা তো বটেই ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করতে এতটুকু বাকী রাখেননি সোস্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা।

তবে অনলাইন বলছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি কিছু কিছু ক্ষেত্রে সোস্যাল মিডিয়া দ্বিচারিতা করছে। ওবামার সময়ে তিনি এমন অনেক কাজ করছেন যা ভক্তকুল সানন্দে গ্রহণ করেছেন। যেমন স্বাভাবিকভাবেই ওবামা কিছুটা পেছনের দিকে হেলে থাকতে পছন্দ করেন। আর সেই কারণেই কী না তিনি তার অফিসে খুব সচরাচরই টেবিলের ওপর পা তুলে বসেতেন। অনেক সময় দেখা যেত তার জুতার তলা ঠিক সহকর্মীর মুখের সামনে।
ওবামার এমন আচরণ নিয়ে সমালোচনা না হলেও হাঁটু গেঁড়ে বসা নিয়ে সমালোচনা হয়েছে। যদিও পরে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের ওই উপদেষ্টা সেখানে উঠেছেন একটি ছবি তোলার জন্য। সামনে যেতে পারছিলেন না কারণ সামনে থেকে ফটোগ্রাফাররা ছবি তুলছিলেন।

পাঠকের মতামত

Comments are closed.