174398

কানে অসম্ভব ব্যাথা হলে কি করবেন?

কানের ব্যথা অনেক সময় সহ্য করা যায় না। কানের ব্যথার অন্যতম কারণ হচ্ছে একিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা এক ধরনের কানের সমস্যা। কানে ব্যাথা হলে অনেক সময় নাক দিয়ে জল পড়তে পারে। কানের পর্দা লাল হয়ে যায়। সাধারণত যদি মধ্য কর্ণে কোনো ফ্লুইড বা জল জমে তাহলে এধরনের সমস্যা হয়।

এ ব্যাপারে বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কানের ব্যথার ধরন অনুযায়ী চিকিৎসা দেয়ার প্রয়োজন হয়। এক্ষেত্রে অ্যামোক্সিসিলিন জাতীয় এন্টিবায়োটিক ১০ দিন পর্যন্ত সেবনের প্রয়োজন হয়। এছাড়া নাকে এন্টাজল জাতীয় ড্রপ দেয়া যেতে পারে। যদি কানে ইনফেকশন হয় তবে সিপ্রোফ্লকসিন জাতীয় কানের ড্রপ দেয়া হয়।

এছাড়া কানে যদি অল্প ব্যথা থাকে তাহলে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যায়। তবে তীব্র ব্যথা হলে ডাইক্লোফেনাক সোডিয়াম জাতীয় ব্যথা নাশক ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে। তবে সবচেয়ে ভাল হয় কানের তীব্র ব্যথা হলে কোনো সংশ্লিষ্ট চিকিৎসাকের পরামর্শ নেয়া।

পাঠকের মতামত

Comments are closed.