174354

সৌদির নয়া আইনে বিপাকে পড়বেন অভিবাসীরা?

নূসরাত জাহান: বিশ্বব্যাপী বিপদে আছেন অভিবাসীরা। সে তা যুক্তরাষ্ট্রেই হোক, আর মধ্যপ্রাচ্যেই হোক। সবখানেই যেন বিপদ অভিবাসীদের। একের পর এক আইন করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ। এবার অভিবাসীদের নতুন আইন করছে সৌদি আরব। এতে ৫০ লাখ অভিবাসী বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অনিশ্চয়তায় পড়েছেন অনেক অভিবাসী
নতুন অভিবাসী আইন নিয়ে এরই মধ্যে সৌদি সরকার আলাপ-আলোচনা করছে। নতুন অভিবাসী আইন প্রণয়নের লক্ষ্যে কর্তৃপক্ষ এখন আলোচনা করছে। নতুন এ আইন প্রণয়ন হলে সেখানে থাকা প্রায় ৫০ লাখ অভিবাসীর এক বিরাট অংশকে বহিষ্কার করা হতে পারে।
সৌদি পত্রিকা দৈনিক আল-হায়াত জানিয়েছে, অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াতে শুরা কাউন্সিল একটি বিশেষ কমিশন গঠন নিয়ে আলোচনা করছে। দেশটির অবৈধ অভিবাসী সমস্যা সম্পর্কে এই কাউন্সিলের জন্য একটি প্রতিবেদন তৈরি করবে। এ কমিটির একজন সদস্য ড. সাদকা ফাদেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি লেন, ‘হজ, উমরা পালন করতে এবং ভিজিটার ভিসা নিয়ে এশিয়া, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন সৌদি আসেন। এরপর অনেকেই আর তাদের নিজ দেশে ফিরে যান না। সৌদিতেই থেকে যান। পাসপোর্ট ফেলে দিয়ে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা তাইফের বড় বড় শহরগুলোয় লুকিয়ে কাজকর্ম করেন। আবার অনেকে এখানেই বিয়ে করেন।’
তিনি আরও বলেন, এসব অবৈধ অভিবাসীদের মধ্যে একটা বড় অংশ নানা ধরনের অপরাধী কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তারাই সৌদিতে নানা ধরনের সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এতে জাতীয় নিরাপত্ত নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার। এই সমস্যাকে সৌদি সরকার জাতীয় নিরাপত্তার জন্য বড় একটি হুমকি হিসেবে বিবেচনা করছে। এ কারণেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপের চিন্তাভাবনা করছে সরকার।
তবে অবৈধ অভিবাসীদের বৈধভাবে সৌদিতে থাকার ব্যবস্থা করে তাদের অপরাধী কর্মকাণ্ডের পথ থেকে সরে আসার সুযোগ কেন দেওয়া হবে না সে সম্পর্কে ড. ফাদেল জানান, এসব অবৈধ অভিবাসীদের যাতে বৈধ যেতে পারে সেজন্য সৌদি সরকার প্রাথমিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ এর সঙ্গে মানবাধিকারের বিষয়টি তো জড়িয়ে আছে। যাদের বৈধ কাগজপত্র আছে বা কাগজপত্র ঠিক করা যাবে তারা থাকার অনুমিত পেতে পারেন। ক্ষেত্র বিশেষে তাদের সৌদি নাগরিকত্ব দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে যেসব অবৈধ অভিবাসী অপরাধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ততাদেরকে অবশ্যই সৌদি ছাড়তে হবে। সূত্র: আল-জাজিরা।

পাঠকের মতামত

Comments are closed.