174138

৪৯৪ রানে ১ম ইনিংসে শেষ করল শ্রীলঙ্কা, ব্যাটিংয়ে বাংলাদেশ (সরাসরি দেখুন)

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস শুরু করেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তামিম ইকবাল ১৭ ও সৌম্য সরকার ১৪ রান নিয়ে ব্যাট করছেন। চা বিরতি পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ বিনা উইকেটে ৩১ রান।
গল টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বোলারদের শাসন করেন ‘শূন্য’ রানে জীবন পাওয়া কুশল মেন্ডিস। চতুর্থ উইকেটে আসিলা গুনারাতেœর (৮৫) সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন। মেন্ডিসের ১৬৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৪ উইকেটে ৩২১ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। টাইগারদের সামনে শুরুতেই ব্রেকতথ্রু পাওয়ার চ্যালেঞ্জ।
১৯৪ রান করে মিরাজের বলে তামিমের অসাধারন ক্যাচে মেন্ডিস আউট হন।
শ্রীলঙ্কা ৪৯৪ রান করে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার পক্ষে মেন্ডিস ১৯৪ রান, গুণারতেœ ৮৫ এবং ডিকভেলা ৭৫ রান করেন।
বাংলাদেশের পক্ষে মিরাজ ৪টি, মুস্তাফিজ ২টি উইকেট লাভ করেন।
প্রথম দিনে ৮৮ ওভারের খেলা হয়। ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন মেন্ডিস ও ১৪ রান করা নিরোশান ডিকওয়েলা।
মঙ্গলবার (৭ মার্চ) গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ছিটকে যাওয়ায় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
প্রথম দিনের খেলা শেষে রঙ্গনা হেরাথ বলেছিলেন, কুসল মেন্ডিস ও নিরোশান ডিকভেলার জুটিতেই তাকিয়ে তাদের দল। যত বেশি সম্ভব রান করতে চান তারা। বাংলাদেশের সবচেয়ে বড় বাধাও এই মেন্ডিস। দিন শুরু করছেন ১৬৬ রান নিয়ে।
এই জুটি ভাঙা বাংলাদেশের জন্য জরুরি। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি এটিই।
প্রথম দিন শেষে স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩২১/৪ (করুনারতেœ ৩০, থারাঙ্গা ৪, মেন্ডিস ১৬৬*, চান্দিমাল ৫, গুনারতেœ ৮৫, ডিকভেলা ১৪*; মুস্তাফিজ ১/৫০, তাসকিন ১/৪৮, শুভাশীষ ১/৫৮, মিরাজ ১/৬৬, সাকিব ০/৭১, সৌম্য ০/৯, মাহমুদউল্লাহ ০/১০)
সরাসরি দেখতে নিচে ক্লিক করুন:

পাঠকের মতামত

Comments are closed.