174222

বরযাত্রীর মোবাইল হারানোর পর কনেপক্ষের কাণ্ড!

বিয়ে বাড়িতে মোবাইল হারানোকে কেন্দ্র করে ঝালকাঠিতে এক দিনমজুরের স্ত্রী-মেয়ে ও দুই বছরের শিশুকন্যাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।  বুধবার বিকালে ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

 

আহতরা হলেন রোকেয়া বেগম (৪৫), তার মেয়ে নার্গিস বেগম (২৫) ও দুই বছরের শিশু স্বর্ণা। বুধবার রাত ৮টায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

আহত রোকেয়া বেগম জানান, গ্রামের মুদিদোকানদার দেলোয়ার হোসেনের মেয়ের বিয়েতে আসা একজন বরযাত্রীর একটি টাচ মোবাইল ফোন হারিয়ে যায়।

 

 

 

এক পর্যায়ে দেলোয়ার হোসেন ও তার নানি জুয়েল হোসেন তাদের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনে। পরে তারা স্বীকারুক্তি আদায়ের জন্য সন্ধ্যার দিকে দেলোয়ার এবং জুয়েল রোকেয়া ও নার্গিসকে গাছের সাথে বেঁধে বেধড়ক পেটায়। এ সময় দুই বছরের শিশুকন্যা স্বর্ণাও গুরুতর আহত হয়। এমতাবস্থা পুলিশ আসছে এমন খবরে তাদের ছেড়ে দেয়। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হয়।

 

 

 

 

 

ঝালকাঠি থানার ডিউটি অফিসার এসআই ফারুক হোসেন বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। তবে এখন তারা খোঁজখবর নিয়ে দেখবেন। অভিযুক্ত দেলোয়ার হোসেনের বক্তব্য জানা যায়নি।

পাঠকের মতামত

Comments are closed.