174035

মুক্তি পেল “বেগম জান”-এর ফার্স্ট পোস্টার

দেশভাগের যে ছুরিটা বিঁধেছিল প্রায় ছয় দশক আগে, আজও তাতে লেগে আছে যন্ত্রণার লাল দাগ৷ আজও প্রবাহিত জনজীবনের নীচে ফল্গু হয়ে বয়ে চলেছে আর এক ধারা, যা ভাগ হয়েও ভাগ হয়নি৷ আর তাই নানা সময়ে শিল্পে-সাহিত্যে-সিনেমায় উঠে এসেছে দেশভাগ৷ সাম্প্রতিক অতীতে তা তুলে এনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ বাংলার পর এবার তা আসছে হিন্দিতেও৷ মুক্তি পেল সেই ‘বেগম জান’ ছবির ফার্স্ট লুক৷

বাংলার বক্স অফিসে ঝড় তুলেছিল ‘রাজকাহিনী’৷ দেশভাগের প্রেক্ষাপটে নারীশক্তির সংগ্রামকে তুলে ধরেছিলেন পরিচালক৷ সেই একই কাহিনী উঠে আসছে সর্ব ভারতীয় স্তরেও৷ তবে প্রেক্ষাপট বদলে, বাংলাদেশ সীমান্তের বদলে, পাঞ্জাব সীমান্তকে বেছে নেওয়া হয়েছে৷ ছবিটির প্রযোজনা করেছেন মহেশ ও মুকেশ ভাট৷

এ ছবির মুখ্য চরিত্র অর্থাৎ বেগম জানের চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে৷ এর আগে ছবির বেশ কিছু শুটিং স্টিল ফাঁস হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে বিদ্যা বালানকে দেখা গিয়েছিল হুক্কা হাতে৷ ফার্স্ট লুকেও দেখা গেল সেই হুক্কা হাতেই৷ বেশ সাহসী, দৃপ্ত বেগমজানের শরীরি ভঙ্গি৷ তবে আশ্চর্য তাঁর চোখের দৃষ্টি৷ সে দৃষ্টিতেই যেন লেখা আছে- ‘মাই বডি, মাই হাউস, মাই কান্ট্রি, মাই রুলস৷’ ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গহওর খান, ইলা অরুণ, আশীস বিদ্যার্থী প্রমুখ৷ ছবিমুক্তি ১৪ এপ্রিল৷

তবে এই চরিত্রে প্রথম দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে৷ জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর কেরিয়ারে এ চরিত্র নিঃসন্দেহে একটি মাইলফলক. তাই বিদ্যার সঙ্গে তাঁর তুলনা চলেই আসবে৷ তবে কে কাকে টেক্কা দেবেন, তা ছবিমুক্তির পরই জানা যাবে৷

পাঠকের মতামত

Comments are closed.