174024

অনলাইনে স্তন্যদুগ্ধ বিক্রি করে রমরমিয়ে ব্যবসা করছেন মহিলা

অনলাইন শপিং বর্তমান জেনারেশনের ট্রেন্ড। স্মার্টফোনের এক ক্লিকেই বাড়ি বসে প্রয়োজনীয় সব জিনিস হাতে পাওয়ার সুবিধা উপভোগ করতে কে না চান! এখন অনলাইনে মেলে না এমন পণ্য নেই বললেই চলে৷ শাক-সব্জি থেকে বাড়ি পরিষ্কারের সরঞ্জাম, এক ক্লিকেই বাড়ির দোরগোড়ায় হাজির হয়ে যায় সবকিছু৷ তবে গোল্ড কোস্টের এক মহিলা যে পণ্য অনলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাইছেন, তা নিঃসন্দেহে বিরল৷ অনলাইনে স্তনদুগ্ধ বিক্রি করছেন তিনি! অবাক হলেও এটাই সত্যি৷

একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর থেকে জানা গিয়েছে, সন্তানের জন্ম দেওয়ার পর ওই মহিলার স্তনদুগ্ধের পরিমাণ তুলনামূলক বেশি৷ তাই সুস্থ থাকার জন্য তিনি অতিরিক্ত স্তনদুগ্ধ বের করে দিলে তাঁর কোনও সমস্যা হবে না৷ আর সেই কারণেই স্তনদুগ্ধ নষ্ট না করে তা থেকে অর্থ উপার্জনের এমন পথ বেছে নিয়েছেন ওই মহিলা৷ অনলাইনে তিনি একটি বিজ্ঞাপনও দিয়েছেন৷ যেখানে বেশ সোজা-সাপটা ভাষায় লেখা রয়েছে, “আমি একজন সুন্দরী স্বাস্থ্যবতী মহিলা৷ তবে স্তনদুগ্ধ ছাড়া আমি অন্য কিছু অফার করি না৷ আর অবশ্যই এই দুধ সরাসরি উৎস থেকে পাওয়া যাবে না৷” -এমন বিজ্ঞাপনের পর স্বাভাবিকভাবেই অনলাইনে তাঁর স্তনদুগ্ধ কেনার হিড়িক পড়ে গিয়েছে৷

সন্তানের জন্ম দিলেও যে সব মায়েদের স্তনদুগ্ধের অভাব রয়েছে, তাঁরা তো বটেই, বডিবিল্ডাররাও অনলাইনে এর অর্ডার দিচ্ছেন৷ রমরমিয়ে চলছে ব্যবসা৷ তবে এই ব্যবসায় মহিলা একেবারেই নতুন নন৷ এর আগে মিল্ক ব্যাঙ্কে স্তনদুগ্ধ দিয়েও অর্থ উপার্জন করেছেন তিনি৷ এবার বাড়ি বসে অনলাইনেই অর্ডার নিচ্ছেন৷

পাঠকের মতামত

Comments are closed.