173317

জানেন কি মোদির এই আসল হাতিয়ারটির মূল্য কত?

ভারতে নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কলমটি দিয়েই নির্দেশিকায় সই করেছিলেন। এই ধরণের অনেক নির্দেশিকায় নাকি এই কলম দিয়েই সই করেছেন পিএম মোদি। শুধু নয়াদিল্লির প্রধানমন্ত্রীর দফতরের চৌহদ্দি নয় এই কলমকে সঙ্গে করে একের পর এক বিদেশ ভ্রমণও করেছেন নরেন্দ্র মোদী।

আসলে আর ৫ জন সাধারন মানুষের মতই মোদির নেশা কলম জমানো। তাই মোদির ভাণ্ডারে আছে বহু দূর্মূল্য পেন। অনেক পেন নিজের কেনা এবং অনেক গুলি উপহার পাওয়া। বর্তমানে ‘মঁ ব্লাঁ’-র এই কালো কলমটি মোদীর সর্বক্ষণের সঙ্গী। কিন্তু, এই পেনটির দাম শুনলে চমকে যাবেন। কারণ, চা বিক্রেতার কাজ দিয়ে কর্মজীবন শুরু করা মোদীর হাতে এমন একটি দামি পেন সত্যি রূপকথার মতোই। মোদীর এই পেন আরও নজর কেড়েছে কারণ, মার্কিন প্রেসিডেম্ট বারাক ওবামাও এত দামি পেন ব্যবহার করেন না। জানা গিয়েছে, মঁ ব্লাঁ-এর এই পেনটির দাম ১লক্ষ ৩০ হাজার টাকা। দূর্মূল্য কলমের তালিকায় এই দামের পেন খুব একটা বিরল নয় ঠিকই। কিন্তু এটা পরিষ্কার, মোদী কোটের মতোই যথেষ্টই দামি নরেন্দ্র মোদীর কলম।

পাঠকের মতামত

Comments are closed.