173293

পুলিসকে কটাক্ষ করতে গিয়ে নিজেই ফাঁদে পড়লেন শোভা দে

শোভা দে মানেই বিতর্ক। টুইট করে বার বার বিতর্কে জড়ান লেখিকা শোভা দে। অনেকেই মনে করেন তিনি বিতর্ক ভালবাসেন। এ বার এক মহা বিতর্কে জড়ালেন শোভা।

মহারাষ্ট্রে পুরভোটের দিনেই এই বিতর্ক শুরু হয়। চলছে এখনও। বৃহন্মুম্বই পুরভোটের দিনে একজন পুলিশের ছবি দিয়ে টুইট করেন শোভা দে। ছবিতে দেখা যায় স্থূলকায় একজন পুলিশকর্মী চেয়ারে বসে মোবাইল ফোনে কথা বলছেন। ২১ ফেব্রুয়ারি ৭টা ২ মিনিটে পোস্ট করা ওই ছবির নীচে তিনি লেখেন ‘হেভি পোলিশ বন্দোবস্ত ইন মুম্বই টুডে।’ স্থূলকায় পুলিশকর্মীকে দেখিয়েই মুম্বই পুলিশকে কটাক্ষ করে শোভা দে ‘হেভি’ শব্দটি ব্যবহার করেন। কিন্তু তাঁর এই ‘পান’কে সহজ ভাবে নেয়নি মহারাষ্ট্র পুলিশ।

এই ছবি শোভা দে পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আধ ঘণ্টার মধ্যে প্রচুর শেয়ার হয়। অনেকে রিটুইট করেন। ৩০ মিনিটের মধ্যে ১৭০০ রিটুইট হয়, ২০০টি কমেন্ট পড়ে ওই পোস্টে। পূজা ভট্ট, অনুপম খেরের মতো তারকারাও রিটুইট করেন। অনেকে মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডলকে অ্যাড করে ‘জয় হো’ মন্তব্য করেন।

এর পরেই মুম্বই পুলিশ এই ছবি নিয়ে খোঁজ করে এবং জানতে পারে এটি আদৌ মুম্বই পুলিশের কোনও ছবি নয়। এটি মধ্যপ্রদেশ পুলিশের কোনও কর্মীর ছবি এবং এটি দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে ঘুরছে। এটা জানার পরেই মুম্বই পুলিশ টুইট করে শোভা দে-কে জবাব দেয়।

সেখানে বলা হয়, ‘আমরাও শব্দ ব্যবহারে ‘পান’ পছন্দ করি কিন্তু এক্ষেত্রে তা ভুল জায়গায় প্রযোজ্য হয়েছে। শোভা দে-র মতো দায়িত্বশীল নাগরিকের কাছ থেকে আরও ভাল কিছু আশা করি।’ মুম্বই পুলিশ এই টুইটটি করে মঙ্গলবার রাত ৯টা ৫৩ মিনিটে।
এর পরে কার্যত চুপ করে যান শোভা দে। বুধবার সকালে তিনি একটি টুইট করে মুম্বই পুলিশকে প্রণাম জানিয়েছেন। সঙ্গে বলেছেন যদি এই ছবিটি সত্যি হয় তবে ডায়টেশিয়ানের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র- এবেলা.ইন

পাঠকের মতামত

Comments are closed.