173286

ট্রেনে চেপে ধোনি কলকাতা এলেন বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে (ভিডিও)

এক সময় তিনি ছিলেন ট্রেনের টিকিট পরীক্ষক। কিন্তু বিখ্যাত হওয়ার পর থেকে রেলের সঙ্গে যোগাযোগ হয়েছিল বিচ্ছিন্ন। তিনি মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক। তিনি শেষ কবে ট্রেন চড়েছিলেন তা নিজেই মনে করতে পারবেন না বোধ হয়।

প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনি আবারও ট্রেনে চড়লেন। এবং সাতসকালে এসে নামলেন হাওড়া স্টেশনে। ভিভিআইপি অতিথির আসার খবর আগে থেকে ছিল। ফলে ভিড় নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছিল পুলিশ। জাতীয় দলের নেতৃত্ব নিজেই ছেড়েছেন। আইপিএল ফ্র্যান্চাইজি পুণে নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দিয়েছে। কিন্তু এম এস ধোনির জনপ্রিয়তা যে এতটুকু কমেনি, ট্রেন থেকে সানগ্লাস চোখে মাহি বেরিয়ে আসতেই তার প্রমাণ পাওয়া গেল। শুরু হয়ে গেল প্রবল ধাক্কাধাক্কি।

ইডেনে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে আসা ঝাড়খণ্ড দলের সঙ্গে ট্রেনে চেপেই হাওড়া আসেন দলের অধিনায়ক ধোনি। চাইলে আলাদা বিমানে আসতেই পারতেন। কিন্তু অধিনায়ক ধোনি নিজের রঞ্জি দলের সতীর্থদের সঙ্গেই ট্রেনে করে আসার সিদ্ধান্ত নেন। সেই মতো মঙ্গলবার রাতেই রাঁচি থেকে ট্রেনে ওঠেন মাহি।

কয়েকদিন আগেই আইপিএল-এর দল পুণে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে। পুণে দলের মালিকও কলকাতার বাসিন্দা। ইচ্ছাকৃতভাবেই হোক বা নিছক কাকতালীয়ভাবে, সেই কলকাতাতেই ট্রেনে চেপে এসে মাহি প্রমাণ করলেন, শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তিনি প্রকৃত অধিনায়ক।

পাঠকের মতামত

Comments are closed.