173147

স্মৃতিশক্তি বাড়াতে সুগন্ধই যথেষ্ট

বার্ধক্য জনিত কারণে বহুমানুষই স্মৃতিশক্তির সমস্যায় ভোগেন। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে গন্ধ শুঁকলেই স্মৃতিশক্তি জনিত সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব।

ইংল্যান্ডের নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি দল এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁদের গবেষণা কেন্দ্রীভূত ছিল যা ঘটতে চলেছে আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ শেষ করার দায়িত্ব সংক্রান্ত স্মৃতির বিষয়ে।

গবেষকরা সমীক্ষা চালিয়ে দেখেছেন, রোজমেরি আর ল্যাভেন্ডারের তেলের সু‌গন্ধ আঘ্রাণে বেড়ে যায় বয়স্ক মানুষদের স্মৃতিশক্তি। ৬৫ বছরের বেশি বয়সি ১৫০ জন মানুষের ওপর রোজমেরি আর ল্যাভেন্ডার তেলের সুগন্ধের প্রভাব পরীক্ষা করে ইতিবাচক ফল লাভ করেছেন তাঁরা।
তবে স্মৃতির ওপর এই জাতীয় সুগন্ধের প্রভাব কতটা স্থায়ী হবে সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিৎ সিদ্ধান্তে পৌঁছতে পারেননি গবেষকরা।

পাঠকের মতামত

Comments are closed.