173141

প্রয়াত বনশ্রী সেনগুপ্ত

আজ বেলা এগারোটা নগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পি। বয়েস হয়েছিল তিয়াত্তর।

বেশ কিছুদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। হার্টের অবস্থাও ভালো ছিল না। হাসপাতালে ভর্তি ছিলেন দশ দিন। হুগলি জেলার চুঁচুড়ায় জন্ম বনশ্রী সেনগুপ্ত-র। বাবা শ্রী শৈলেন্দ্রনাথ রায়ের কাছে গান শেখার শুরু। পরে কলকাতায় এসে সুরকার সুধীন দাশগুপ্ত-র কাছে টানা তালিম। পুজোর গানের রেকর্ড একের পর এক হিট। বনশ্রী সেনগুপ্তের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সুর মহল। শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাঠকের মতামত

Comments are closed.