173045

ফেসবুকের নতুন স্টিকার সাড়া ফেলেছে সারা বিশ্বে

গত কয়েক মাস ধরে ফিচারে অনেক বদল আনছে ফেসবুক। বিভিন্নভাবে নিজেদের ফিচারে আপগ্রেড আনছে তারা। ব্যবহারকারীদের সুবিধার্থে নানা ধরনের স্টিকারের প্রচলনও শুরু করে দিয়েছে এবার। সম্প্রতি তাদের নিয়ে আসা একটি স্টিকার সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে।

গত একসপ্তাহ ধরে ফেসবুক ওয়ালে ঘুরে বেড়াচ্ছে একটি নতুন স্টিকার। বেগুনি রং। অনেকটা হাতের বুড়ো আঙ্গুলের মতো। এই স্টিকারটি আদতে কী, তা বুঝতে পারছেন না কেউই।

জানা গিয়েছে এই স্টিকারটির নাম ‘ট্র্যাশ ডাভ’। সিড উইলার নামে এক মার্কিন চিত্রকর ২০১৬-এর সেপ্টেম্বরে এই ছবিটি আঁকেন। সেই সময়েই এই ছবিটি দেখে পছন্দ হয় ফেসবুকের। ২০১৭-এর জানুয়ারিতে তিনি ‘ট্র্যাশ ডাভ’—এর একটি সিরিজ করেন। সেই ছবিগুলিই স্টিকার হিসেবে নিয়ে এসেছে ফেসবুক।

যদিও থাইল্যান্ডের একটি ফেসবুক পেজে প্রথম এই ছবিটি দেখা গিয়েছিল। ওই ছবিটিতে একটি বেড়ালও ছিল। সেই সময় ছবিটি ইন্টারনেটে শোরগোল ফেলে দেয়। মাত্র এক সপ্তাহের মধ্যে ৪ মিলিয়নের বেশি লোক ছবিটি দেখেছিল।

অবশ্য ইতিমধ্যেই ফেসবুকের এই স্টিকারটি অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকী, স্টিকারটিকে সরাতে বলে অনেকেই ফেসবুকের কাছে আবেদনও জানিয়েছেন। তবে ইতিবাচক হোক বা নেতিবাচক, স্টিকারটি কিন্তু জমিয়ে দিয়েছে ফেসবুক ওয়াল।

পাঠকের মতামত

Comments are closed.