172864

এক লিটার জলে ৫০০ কিমি পাড়ি দেয় এই বাইক!

ক্রমশ ফুরিয়ে আসছে পেট্রোল-ডিজেল সজ খনিজ তেলের ভান্ডার। বিকল্প জ্বালানীরও খোঁজে আছেন বিজ্ঞানীরা। এর মধ্যএই ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজাভেদা তৈরি করেছেন একটি অভিনত মোটরবাইক। এই বাইক চালানোর জন্য পেট্রোল বা ডিজেলের দরকার নেই। দরকার জলেন। মাইলেজ শুনলে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। এই বাইকটি ১ লিটার তেলে যাবে ৫০০ কিমি।

আপনি ভাবছেন এই জল হয়তো অন্য কোনো জল। না একদমই না। কোনো বিশেষ ধরনের জলের একটুও প্রয়োজন নেই নেই বাইকের জন্য। একেবারে সাদা জলেই বাইকের ট্যাঙ্ক ভর্তি করতে হবে। কলের জল হোক কিংবা পুকুরের জল, অথবা কুয়োর জল— সমস্তই তেলের মতো ব্যবহার করা যাবে এই মোটরবাইরকে।

কী ভাবে কাজ করে এই বাইক? আসলে এর ইঞ্জিন গঠিত প্রধানত দু’টি অংশ নিয়ে— ওয়াটার ট্যাঙ্ক, এবং একটি ব্যাটারি। ব্যাটারির ইলেকট্রিসিটি জলের হাইড্রোজেন মলিকিউলগুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তার পর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করে।

রিকার্দোর তৈরি করা এই বাইক সব দিক থেকেই পরিবেশবান্ধব। একে তো এই বাইকে কোনও রকম খনিজ তেল খরচ হওয়ার ভয় নেই। উপরন্তু এই বাইক কোনও রকম ধোঁওয়াও উৎপাদন করে না। ফলে পরিবেশ থাকে সম্পূর্ণ সুরক্ষিত।

আপাতত রিকার্দো এই বাইকের বিশ্বজোড়া বিপণনের চেষ্টা করছেন। ফলে আশা করা যায়, কিছু দিনের মধ্যেই বাইকটির দেখা মিলবে ভারতের রাস্তাতেও।

পাঠকের মতামত

Comments are closed.