172756

এই লক্ষণ গুলি যদি হয়ে থাকে তাহলে এক্ষুণি থাইরয়েড পরীক্ষা করান

শরীরে গোপনে কি রোগ ক্রমশ বাড়ছে তা আমরা বুঝতে পারি না। তার একটা কারণ, আমরি সমস্ত অসুখের লক্ষণগুলি একেবারেই জানি না। তাই শরীরে যদি কোনো রোগ হয়ও সেটা সম্পর্কে বুঝতে পারি না। তেমনই থাইরয়েড সমস্যা।

আমাদের ঘাড়ের সামনের দিকে যে প্রজাপতি আকৃতির গ্ল্যান্ড দেখতে পাওয়া যায়, সেটিই থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড হরমোন আমাদের দেহের মধ্যে সজীব উত্‌পাদনের রাসায়নিক পরিবর্তনকে নিয়ন্ত্রণ করে। থাইরয়েড হরমোন যেমন একদিকে আমাদের শরীরের অনেক উপকার করে। তেমনই থাইরয়েড গ্ল্যান্ডের মাধ্যমে আমাদের শরীরের ক্ষতিও হয় অনেক ক্ষেত্রে। থাইরয়েড গ্ল্যান্ডের কর্মহীনতার জন্য আমাদের শরীর অনেক ক্ষেত্রে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।

কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার থাইরয়েড গ্ল্যান্ডে সমস্যা হয়েছে?

১) সবসময় ক্লান্তি অনুভূত হওয়া।
২) কোষ্ঠকাঠিন্য।
৩) সহ্য শক্তি কমে যাওয়া।
৪) বিষণ্ণতায় ভোগা।
৫) খাওয়ার ইচ্ছে কমে যাওয়া।
৬) অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া।
৭) অনিয়মিত মেনস্ট্রুয়াল পিরিয়ড।
৮) যৌন ইচ্ছা কমে যাওয়া।
৯) চোখের সমস্যা।

শরীরে এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি দেখেন, তাহলে তত্‌ক্ষণাত্‌ চিকিত্‌সকের সঙ্গে পরামর্শ করুন। থাইরয়েডের সমস্যা একেবারেই ফেলে রাখবেন না।

পাঠকের মতামত

Comments are closed.