172659

বাজারে এল জোড়া ব্যাটারির স্মার্টফোন

এবার ৭০০০ mAh ব্যাটারি যুক্ত ফোন এনে সকলকে চমক লাগিয়ে দিল জিওনি মোবাইল সংস্থা। জিওনির M2017 মডেলটিতে থাকবে ৩৫০০ mAh পাওয়ারের দু’টি ব্যাটারি।

মোবাইল প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, শক্তিশালী ব্যাটারি যুক্ত এই ফোনটিতে একবার চার্জের পর ২৫.৮৯ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সঙ্গে থাকবে ৯১৫ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই টাইম। এবার নজর রাখা যাক মডেলটির চমকপ্রদ ফিচারগুলির দিকে।

৫.৭ ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেটটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর যুক্ত।
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সনের ফোনটির ব়্যাম ৬ জিবি।

Gionee M2017-এ রয়েছে দু’টি রিয়ার ক্যামেরা। একটি ১২ এবং অন্যটি ১৩ মেগাপিক্সেল যা যথাক্রমে 2x এবং 8x অপটিক্যাল জুম বিশিষ্ট। সেলফি তোলার জন্য রয়েছে ৮ এমপি ক্যামেরা।

চমকের এখনও বাকি রয়েছে। আন্দাজ করতে পারেন স্মার্টফোনটির ইন্টারনেট মেমোরি কত? না, ৩২ বা ৬৪ জিবি নয়। এক্কেবারে ১২৮ জিবি। তবে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের কোনও ব্যবস্থা নেই।

আপাতত চিনের বাজারে এসেছে ফোনটি। ভারতীয় মুদ্রায় যার দাম ৬৪,৪০০ টাকা। অন্যান্য দেশে মডেলটি লঞ্চ করা হবে কি না, কোম্পানির তরফে এখনও সে বিষয়ে কিছু জানানো হয়নি।

পাঠকের মতামত

Comments are closed.