172578

টুথপেস্টেও হতে পারে ক্যান্সার

ইংল্যান্ডের ন্যাশানাল ইনসটিটিউট ফর এগ্রিকালচার রিসার্চ সাইন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে প্রকাশ পায় অধিকাংশ বাজার চলতি টুথপেস্ট ব্যবহারে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি। অধিকাংশ টুথপেস্ট নির্মাতা তাদের তৈরি টুথপেস্টে টাইটেনিয়ার ডাই অক্সাইড নামের এক ধরনের রাসায়নিক মেশায় টুথপেস্টের দ্রুত নষ্ট হওয়া প্রতিরোধ করার জন্য। ফ্রান্স ও লুক্সেমবার্গের গবেষকরা ইঁদুরদের মলিরে টাইটেনিয়ার ডাই অক্সাইড মিশ্রিত জল টানা ১০০ দিন ধরে প্রয়োগ করে দেখেছিলেন, ইঁদুরদের শরীরে ক্যান্সারের লক্ষণ দেখা যাচ্ছে। এবার আইএনআরএ-র গবেষকরা তাঁদের গবেষণার ভিত্তিতে দাবি করেছেন, মানুষের শরীরে ক্যান্সারের একটি বড় কারন হয়ে উঠতে পারে রাসায়নিকটির দৈনন্দিন ব্যবহার। টাইটেনিয়াম ডাই অক্সাইড রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং অন্ত্রের দ্বারা শোষিত হয়। এর ফলে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।

গবেষকদের বক্তব্য অনুযায়ী, বাজার চলতি প্রায় সমস্ত টুথপেস্টেই এই উপাদান থাকে। কিন্তু তা স্বত্তেও তাঁরা বলেছেন টুথপেস্ট ব্যবহার করলেই যে ক্যান্সার হবে এমনটা নয়। তাহরে যারা দির্ঘদিন দলে টুথপেস্ট দিয়ে দাঁত মাঝছেন তাঁদের সকলেরই ক্যান্সার হত। কিন্তু তেমনটা হয় না। কারণ, এই রাসায়নিকটি টুথপেস্টের সঙ্গে দৈনন্দিন ব্যবহারের ফলে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি করে। তাই বিজ্ঞানীদের পরামর্শ ভেসজ টুথপেস্ট ব্যবহার করুন অথবা প্রাকৃতিক কোনো উপাদান দিয়ে দাঁত পরিষ্কার রাখুন।

পাঠকের মতামত

Comments are closed.