172545

অনেক রোগের হাত থেকে মুক্তির পথ চুম্বন

প্রেমে চুম্বনের গুরুত্ব অপরিসীম। প্রেমে পড়লে চুম্বনের ইচ্ছা হবে না তা আবার হয় নাকি? এটা খুবই সাভাবিক একটা অনুভূতি। কিন্তু এই একটি চুম্বন আপনার প্রেমের অভিব্যক্তি এবং ইচ্ছা প্রকাশের সঙ্গে কতটা উপকারে লাগে জানেন? শরীরের বাসা বেঁধে থাকা বহু রোগের হাত থেকে মুক্তি পাওয়ার পথ হল এই চুম্বন। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই একটি তথ্য। গবেষকরা জানাচ্ছেন, প্রেমিক-প্রেমিকার ঠোঁট যখন মিলিত হয়, তখন ‘কিসপেপটিন’ হরমোনের ক্ষরণ হয়। এই হরমোন মানুষের শরীরের যৌন চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেয়৷ আর এই যৌন সঙ্গম যদি সফলতা লাভ করে, তবে ‘হ্যাপি হরমোন’-এর ক্ষরণ হয়৷ এই হরমোন ক্ষরণের ফলে শরীর এবং মন শান্ত থাকে৷

গবেষকরা এ-ও জানাচ্ছেন যে, ‘কিসপেপটিন’ শরীরে বহু রোগ সারিয়ে তুলতে সক্ষম৷ এর ফলে শরীরে প্রজনন ক্ষমতা বেড়ে যায়৷ মানসিক দিক থেকেও শান্তি পাওয়া যায়। অবসাদ থেকে মুক্তি মেলে। গবেষকরা জানাচ্ছেন, গভীর চুম্বনের ফলে যৌন বিকৃতি থেকে মুক্তি মেলে। তবে এই বিষয়ে এখনও গবেষণা চালাচ্ছেন গবেষকরা।

পাঠকের মতামত

Comments are closed.