171925

মায়ের রক্তচাপই বলে দেবে সন্তান পুত্র না কন্যা : গবেষণা

একজন মহিলার রক্তচাপের উপরই নির্ভর করে তাঁর পুত্র সন্তান হবে না কন্য সন্তান হবে। এমনই তথ্য উঠে এসেছে গবেষণায়। ভারতীয় গবেষক রবি রত্নাকরণের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ দল সম্প্রতি কানাডার মাউন্ট সিনাই হাসপাতালে গবেষণা চালায়। সেখানেই দেখা যায়, কম রক্তচাপ থাকা মহিলারা ভবিষ্যতে বেশিরভাগ ক্ষেত্রে মহিলা সন্তানের জন্ম দিয়েছেন। একইভাবে রক্তচাপ বেশি থাকা মহিলারা দিয়ছেন পুত্র সন্তানের জন্ম।

গবেষক দলের মতে, গর্ভধারণের আগে মহিলাদের রক্তচাপ নির্ণয় করে দেয়, ভবিষ্যতে সন্তানের লিঙ্গ কী হবে। এই বিষয়টি এর আগে কোনও গবেষণায় প্রকাশ পায়নি। তারা যোগ করে, জনসংখ্যার লিঙ্গ অনুপাতের কারণ নির্ণয় থেকে শুরু করে প্রজণন-সংক্রান্ত পরিকল্পনার ক্ষেত্রে এই সমীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

পাঠকের মতামত

Comments are closed.