171905

ভুল ভাবেন আপনি, ব্যাথার জন্য দায়ি নয় শীত

সাধারন ধারনার বিপরীতে গবেষণার নতুন দাবি, পিঠে ব্যাথা বা পায়ের জয়েন্টে ব্যাথার জন্য আবহাওয়া কোনো ভাবেই দায়ি নয়। এখন মানুষের মধ্যে ধারনা যে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা ধরনের ব্যাথা আমাদের শরীরে বেড়ে যায়। অস্ট্রেলিয়ার গবেসকরা এবার প্রায় ১৩৫০ জন লোকের উপর সমীক্ষা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁরা রোগিদের ব্যাথার সঙ্গে আবহাওয়ার তুলনা করেছেন। এতে ব্যাথা এবং তাপমান, বায়ু, আদ্রতার কোনো সম্পর্কই নেই।

জর্জ ইন্সটিটিইট অফ গ্লোবাল হেল্থের গবেষক ক্রিস মহের বলেন, “রোমান কাল থেকেই এই ধারনা চলে আসছে যে ব্যাথা এবং ঠান্ডার মরসুমের মধ্যে কিছু সম্পর্ক আছে। কিন্তু আমাদের গবেষণা একেবারে ধারনাটাই বদলে দিল। মানুষ খুবই সংবেদনশীল হয়। এই জন্য আমরা ব্যাথা শুধু শীতে এবং বর্ষার মরসুমে অনুভব করি। এবং বাকি ঋতু গুলিতে ব্যাথার দিকে আমাদের এতটাও লক্ষ্যই থাকে না।

পাঠকের মতামত

Comments are closed.